North Bengal Train Cancel: টানা বর্ষণে বিপর্যস্ত রেল পরিষেবা! আজ, আগামিকাল শিলিগুড়ি, NJP-গামী কোন কোন ট্রেন বাতিল? কোন ট্রেন চলবে ঘুরপথে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
North Bengal Train Cancel: একাধিক ট্রেনের রুট পরিবর্তন, বাতিল ও সংক্ষিপ্ত গন্তব্যে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দার্জিলিং-সহ আশপাশের এলাকার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
*টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের রেল যোগাযোগ। বানারহাট (BNQ) ও ক্যারন (CRX) অঞ্চলে জল জমে যাওয়ায় আলিপুরদুয়ার রেল বিভাগে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, বাতিল ও সংক্ষিপ্ত গন্তব্যে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দার্জিলিং-সহ আশপাশের এলাকার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
advertisement
*রেল সূত্রে জানা গিয়েছে, রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ১৩১৪৯ আপ শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ৪ অক্টোবর থেকে SGUJ–NJP–RQJ–DQG–NCB–BSW–APDJ রুটে চলবে। পথে জলপাইগুড়ি রোড (JPE), নামকছল (NMX), ধূপগুড়ি (DQG), ফালাকাটা (FLK) ও নিউ কোচবিহার (NCB)-এ ২ মিনিট করে থামবে।
advertisement
advertisement
advertisement
*রুট পরিবর্তিত ট্রেনসমূহ: আলিপুরদুয়ার–দিল্লি এক্সপ্রেস (১৫৪৮৩), কামাখ্যা–ড. আম্বেদকর নগর এক্সপ্রেস (১৯০৩৬), সারাং–খাগারিয়া স্পেশাল (০০২৩৪), অমৃতসর–নিউ তিনসুকিয়া এক্সপ্রেস (১৫৯৩৪), আনন্দবিহার–কামাখ্যা এক্সপ্রেস (১৫৬২২), দিল্লি–আলিপুরদুয়ার এক্সপ্রেস (১৫৪৮৪), আলিপুরদুয়ার–শিলিগুড়ি এক্সপ্রেস (১৩১৫০), আনন্দবিহার–কামাখ্যা এক্সপ্রেস (১২৫০৬), শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৪৯)।
advertisement
advertisement
advertisement