Darjeeling Tourism: যাত্রীসেবায় নতুন যুগের সূচনা! ডিএইচআর-এ আসছে স্মার্ট সুবিধা ও heritage-sensitive উন্নয়ন

Last Updated:
Darjeeling Tourism: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এ তিন দিনের পরিদর্শন ও মূল্যায়নসূচি সম্পন্ন করলেন উত্তর–পূর্ব সীমান্ত রেল (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার। ৬-৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই সফরের শেষ দিন তিনি উপস্থিত ছিলেন ঘুম ফেস্টিভ্যাল ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে।
1/6
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এ তিনদিনের পরিদর্শন ও মূল্যায়নসূচি সম্পন্ন করলেন উত্তর–পূর্ব সীমান্ত রেল (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার শ্রী চেতন শ্রীবাস্তব। ৬-৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই সফরের শেষ দিন তিনি উপস্থিত ছিলেন ঘুম ফেস্টিভ্যাল ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় দার্জিলিং চৌরাস্তায়।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এ তিনদিনের পরিদর্শন ও মূল্যায়নসূচি সম্পন্ন করলেন উত্তর–পূর্ব সীমান্ত রেল (এনএফআর)-এর জেনারেল ম্যানেজার শ্রী চেতন শ্রীবাস্তব। ৬-৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই সফরের শেষ দিন তিনি উপস্থিত ছিলেন ঘুম ফেস্টিভ্যাল ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় দার্জিলিং চৌরাস্তায়।
advertisement
2/6
*প্রথমদিনে, অর্থাৎ ৬ ডিসেম্বর, তিনধারিয়া–রংটং সেকশন পরিদর্শন করেন জেনারেল ম্যানেজার। চলমান কাজ, সম্পদের অবস্থা এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। এদিনই উদ্বোধন করেন নতুন ডিজেল লোকোমোটিভ ৬০৬ নম্বর ইঞ্জিনের। ডিএইচআর–এর নিরাপত্তা ও মাননির্ভর রক্ষণাবেক্ষণের প্রশংসা করেন। একইসঙ্গে বাহ্যিক সংস্থার সঙ্গে ডিএইচআর-এর সহযোগিতা আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
*প্রথমদিনে, অর্থাৎ ৬ ডিসেম্বর, তিনধারিয়া–রংটং সেকশন পরিদর্শন করেন জেনারেল ম্যানেজার। চলমান কাজ, সম্পদের অবস্থা এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক তিনি খতিয়ে দেখেন। এদিনই উদ্বোধন করেন নতুন ডিজেল লোকোমোটিভ ৬০৬ নম্বর ইঞ্জিনের। ডিএইচআর–এর নিরাপত্তা ও মাননির্ভর রক্ষণাবেক্ষণের প্রশংসা করেন। একইসঙ্গে বাহ্যিক সংস্থার সঙ্গে ডিএইচআর-এর সহযোগিতা আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
advertisement
3/6
*৭ ডিসেম্বর ঘুম মিউজিয়ামের নব সংস্কারিত রূপ উদ্বোধন করেন শ্রী শ্রীবাস্তব। দর্শনার্থীদের বাড়তে থাকা আগ্রহের কথা মাথায় রেখে জাদুঘরটিকে আরও বিস্তৃত ও ইন্টারঅ্যাকটিভ করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন। এরপর তিনি পতাকা দেখিয়ে সূচনা করেন ঐতিহাসিক স্টিম লোকোমোটিভ ৮০৬বি “কুইন অফ দ্য হিলস”-এর শতবর্ষ উদযাপনের বিশেষ রান। ঘুম–সোনাদা সেকশন পরিদর্শন করে তিনি ডিএইচআর-এর ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
*৭ ডিসেম্বর ঘুম মিউজিয়ামের নব সংস্কারিত রূপ উদ্বোধন করেন শ্রী শ্রীবাস্তব। দর্শনার্থীদের বাড়তে থাকা আগ্রহের কথা মাথায় রেখে জাদুঘরটিকে আরও বিস্তৃত ও ইন্টারঅ্যাকটিভ করার পরিকল্পনার কথাও ঘোষণা করেন। এরপর তিনি পতাকা দেখিয়ে সূচনা করেন ঐতিহাসিক স্টিম লোকোমোটিভ ৮০৬বি “কুইন অফ দ্য হিলস”-এর শতবর্ষ উদযাপনের বিশেষ রান। ঘুম–সোনাদা সেকশন পরিদর্শন করে তিনি ডিএইচআর-এর ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
advertisement
4/6
*এদিনই কার্শিয়াংয়ে উদ্বোধন হয় নতুন ডিজেল লোকোমোটিভ ৬০৭ এবং উন্নত করা কার্শিয়াং আর্কাইভস। এই আর্কাইভস পর্যটক, গবেষক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ডিএইচআর-সংক্রান্ত তথ্যের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার। সন্ধ্যায় দার্জিলিং চৌরাস্তায় অনুষ্ঠিত ঘুম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তিনি যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা করেন।
*এদিনই কার্শিয়াংয়ে উদ্বোধন হয় নতুন ডিজেল লোকোমোটিভ ৬০৭ এবং উন্নত করা কার্শিয়াং আর্কাইভস। এই আর্কাইভস পর্যটক, গবেষক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ডিএইচআর-সংক্রান্ত তথ্যের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার। সন্ধ্যায় দার্জিলিং চৌরাস্তায় অনুষ্ঠিত ঘুম ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তিনি যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা করেন।
advertisement
5/6
*৮ ডিসেম্বর দার্জিলিং শহরের বিভিন্ন রেল স্থাপনা ঘুরে দেখেন শ্রী শ্রীবাস্তব। যাত্রী সুবিধা, অপারেশনাল দক্ষতা এবং ঐতিহ্য-সংবেদনশীল উন্নয়নের ওপর তিনি বিশেষ দিকনির্দেশনা দেন। ডিএইচআর–এর সার্বিক আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণ—এই দু-দিকেই জোর দেওয়ার কথা বলেন।
*৮ ডিসেম্বর দার্জিলিং শহরের বিভিন্ন রেল স্থাপনা ঘুরে দেখেন শ্রী শ্রীবাস্তব। যাত্রী সুবিধা, অপারেশনাল দক্ষতা এবং ঐতিহ্য-সংবেদনশীল উন্নয়নের ওপর তিনি বিশেষ দিকনির্দেশনা দেন। ডিএইচআর–এর সার্বিক আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণ—এই দু-দিকেই জোর দেওয়ার কথা বলেন।
advertisement
6/6
*এদিকে, এ বছরের ঘুম ফেস্টিভ্যালকে সবচেয়ে সফল সংস্করণগুলির একটি বলে মত প্রকাশ করেছে ডিএইচআর। প্রথমবারের মতো কার্শিয়াং লিটারেচার ফেস্টিভ্যাল, আয়রন শেরপা হেরিটেজ রান, ডিএইচআরইউএমএ মিউজিক ফেস্টিভ্যাল, ওপেন-রুফ সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক-সহ একাধিক নতুন উদ্যোগ ছিল উৎসবজুড়ে। আগামী বছর ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঘুম ফেস্টিভ্যালের পরবর্তী সংস্করণ।
*এদিকে, এ বছরের ঘুম ফেস্টিভ্যালকে সবচেয়ে সফল সংস্করণগুলির একটি বলে মত প্রকাশ করেছে ডিএইচআর। প্রথমবারের মতো কার্শিয়াং লিটারেচার ফেস্টিভ্যাল, আয়রন শেরপা হেরিটেজ রান, ডিএইচআরইউএমএ মিউজিক ফেস্টিভ্যাল, ওপেন-রুফ সাংস্কৃতিক অনুষ্ঠান, হেরিটেজ ওয়াক-সহ একাধিক নতুন উদ্যোগ ছিল উৎসবজুড়ে। আগামী বছর ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঘুম ফেস্টিভ্যালের পরবর্তী সংস্করণ।
advertisement
advertisement
advertisement