Darjeeling News: দার্জিলিংয়ে এই মুহূর্তে সবচেয়ে সুন্দর 'চার্মিং' আর 'ডার্লিং'! কারা এরা? দেখে এলেন মমতাও

Last Updated:
Darjeeling News: চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল।
1/5
দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফরের তৃতীয় দিনে বুধবার সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে ভ্রমণে বেরোন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছে যান দার্জিলিং চিড়িয়াখানা অর্থাৎ পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের সামনে।
দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফরের তৃতীয় দিনে বুধবার সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে ভ্রমণে বেরোন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছে যান দার্জিলিং চিড়িয়াখানা অর্থাৎ পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কের সামনে।
advertisement
2/5
চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পরে মুখ্যমন্ত্রীর। সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করেন,।
চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পরে মুখ্যমন্ত্রীর। সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করেন,।
advertisement
3/5
মুখ্যমন্ত্রী দুটি স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী দুটি স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।
advertisement
4/5
এই বিষয়ে সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন,
এই বিষয়ে সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "মুখ্যমন্ত্রীকে আগেই শাবকদের নামকরণের জন্য আবেদন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী নামকরণ করায় আমরা খুশি। নামকরণের পর চিড়িয়াখানার অধীনে থাকা দোকানের নতুন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছেন।
advertisement
5/5
মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই অল্প সময়ের জন্য চিড়িয়াখানায় গিয়ে দুটি স্নো লেপার্ড এবং চারটি রেড পান্ডার নামকরণ করেন। এরপরেই তিনি চিড়িয়াখানা সম্পর্কে বহু কথা বলেন। দার্জিলিং সফরে এসে মুখ্যমন্ত্রীর চিড়িয়াখানা পরিদর্শনে অত্যন্ত খুশি চিড়িয়াখানার ডিরেক্টার বাসবরাজ হোলেইয়াচি সহ বনের আধিকারিকেরা।
মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেই অল্প সময়ের জন্য চিড়িয়াখানায় গিয়ে দুটি স্নো লেপার্ড এবং চারটি রেড পান্ডার নামকরণ করেন। এরপরেই তিনি চিড়িয়াখানা সম্পর্কে বহু কথা বলেন। দার্জিলিং সফরে এসে মুখ্যমন্ত্রীর চিড়িয়াখানা পরিদর্শনে অত্যন্ত খুশি চিড়িয়াখানার ডিরেক্টার বাসবরাজ হোলেইয়াচি সহ বনের আধিকারিকেরা।
advertisement
advertisement
advertisement