Coldwave Alert: শীত যাব-যাব করেও ফের ফিরল, দুম করে নামছে তাপমাত্রা, হাড় কাঁপানো ঠান্ডার আগাম পূর্বাভাস, ওয়েদার আপডেট

Last Updated:
Coldwave Alert: নতুন মেজাজে উত্তরের আবহাওয়া!ঘন কুয়াশায় ঢাকা পাহাড়,জাঁকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে , উত্তুরে হওয়ার দাপট, চলতি সপ্তাহে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গ
1/5
থমথমে মেঘে ঢাকা আকাশ সঙ্গে ঘন কুয়াশার দাপট। রোদের দেখা নেই ,উত্তুরে হওয়ার দাপটে কনকনে হাড় কাপানো শীত গোটা উত্তরবঙ্গ জুড়ে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও একইভাবে চলবে শীতের দাপট।
থমথমে মেঘে ঢাকা আকাশ সঙ্গে ঘন কুয়াশার দাপট। রোদের দেখা নেই ,উত্তুরে হওয়ার দাপটে কনকনে হাড় কাপানো শীত গোটা উত্তরবঙ্গ জুড়ে। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও একইভাবে চলবে শীতের দাপট।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পাহাড়।উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীত সঙ্গে ঘন কুয়াশার দাপট। ফুল মুডে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ।
শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পাহাড়।উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীত সঙ্গে ঘন কুয়াশার দাপট। ফুল মুডে উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ।
advertisement
3/5
উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যেই শৈলশহরে তিন থেকে চার ডিগ্রী পারদ নেমেছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি ছুঁইছুঁই। সব মিলিয়ে ঠান্ডায় কাবু উত্তরবঙ্গবাসী।
উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। ইতিমধ্যেই শৈলশহরে তিন থেকে চার ডিগ্রী পারদ নেমেছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি ছুঁইছুঁই। সব মিলিয়ে ঠান্ডায় কাবু উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  শীত আরো বাড়বে,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত।
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  শীত আরো বাড়বে,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঘন কুয়াশায় চাদরে মুড়বে পাহাড় থেকে সমতল। ইতিমধ্যেই শৈল শহরে জারি ঘন কুয়াশার অ্যালার্ট। চলতি সপ্তাহেই হাড় কাঁপানো শীতের দাপটে  কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঘন কুয়াশায় চাদরে মুড়বে পাহাড় থেকে সমতল। ইতিমধ্যেই শৈল শহরে জারি ঘন কুয়াশার অ্যালার্ট। চলতি সপ্তাহেই হাড় কাঁপানো শীতের দাপটে  কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
advertisement
advertisement
advertisement