Chhath Puja 20204: আপেল ১৪০ টাকা, নাশপাতি ১৪০ টাকা কেজি ! ছট পুজোর আগে আগুন দাম বাজারে

Last Updated:
Chhath Puja 20204: শাকসবজি থেকে শুরু করে ফল এমনকি পুজোর সামগ্রী সবকিছুর দামই প্রত্যেক বছর বাড়ছে প্রায় দ্বিগুণ করে। জিনিসপত্র কিনতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়।
1/5
জলপাইগুড়ি: আজ রাত পোহালেই শুরু,বৃহস্পতিবার বিকেলে ঘাট নিমন্ত্রণ! শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিকোচ্ছে বাঁশের ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলের বাজারেও। ছট পুজোর আগে কেমন রয়েছে বাজারের ছবি।
জলপাইগুড়ি: আজ রাত পোহালেই শুরু,বৃহস্পতিবার বিকেলে ঘাট নিমন্ত্রণ! শেষ মুহূর্তে জলপাইগুড়ির বিভিন্ন বাজার ছাড়াও পথের ধারে বিকোচ্ছে বাঁশের ঝুড়ি, কুলো, সহ ছট পুজোর নানাসামগ্রী। পাশাপাশি ভিড় উপছে পরছে সবজি সহ ফলের বাজারেও। ছট পুজোর আগে কেমন রয়েছে বাজারের ছবি।
advertisement
2/5
ক্রেতাদের কথায় বাজার বেশ চড়া। শাকসবজি থেকে শুরু করে ফল এমনকি পুজোর সামগ্রী সবকিছুর দামই প্রত্যেক বছর বাড়ছে প্রায় দ্বিগুণ করে। জিনিসপত্র কিনতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়।
ক্রেতাদের কথায় বাজার বেশ চড়া। শাকসবজি থেকে শুরু করে ফল এমনকি পুজোর সামগ্রী সবকিছুর দামই প্রত্যেক বছর বাড়ছে প্রায় দ্বিগুণ করে। জিনিসপত্র কিনতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়।
advertisement
3/5
এর আগে পুজোর ঝুড়ি বিকোত ২০০/২৫০ টাকা করে। কিন্তু এবছর দাম দিয়ে ঠেকেছে ৪০০-৫০০ টাকায়। ছট পুজোয় পুজোর ঝুড়ি বিশেষভাবে প্রয়োজন। তাই অগতা বেশি দাম দিয়েই কিনে নিয়ে যেতে হচ্ছে।
এর আগে পুজোর ঝুড়ি বিকোত ২০০/২৫০ টাকা করে। কিন্তু এবছর দাম দিয়ে ঠেকেছে ৪০০-৫০০ টাকায়। ছট পুজোয় পুজোর ঝুড়ি বিশেষভাবে প্রয়োজন। তাই অগতা বেশি দাম দিয়েই কিনে নিয়ে যেতে হচ্ছে।
advertisement
4/5
অন্যদিকে ফলের মধ্যে নারকেল জোড়া বিকোচ্ছে ১২০ টাকা দরে, আপেল ১৪০ টাকা, নাশপাতি ১৪০, পেয়ারা ৮০-৯০ টাকা, মৌসাম্বি ৮০-৯০ টাকা কেজি দর।
অন্যদিকে ফলের মধ্যে নারকেল জোড়া বিকোচ্ছে ১২০ টাকা দরে, আপেল ১৪০ টাকা, নাশপাতি ১৪০, পেয়ারা ৮০-৯০ টাকা, মৌসাম্বি ৮০-৯০ টাকা কেজি দর।
advertisement
5/5
এবছর পূজোর শুরু থেকেই সবজি কিংবা ফল বাজারের দাম ছিল অগ্নি মূল্য। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছট ঘাট গুলো সাজিয়ে তুলেছে ছট ব্রতী পরিবারের সদস্যরা। (তথ্য- সুরজিৎ দে)
এবছর পূজোর শুরু থেকেই সবজি কিংবা ফল বাজারের দাম ছিল অগ্নি মূল্য। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছট ঘাট গুলো সাজিয়ে তুলেছে ছট ব্রতী পরিবারের সদস্যরা। (তথ্য- সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement