সানি-মিয়ার পর মেধা তালিকায় 'সিনচ্যান', বাবার নাম 'ডোরেমন'! এবার শিলিগুড়ি কলেজে বিভ্রাট

Last Updated:
শিলিগুড়ি কলেজের মেধা তালিকায় কার্টুন চরিত্র সিনচ্যানের নাম। আর তার অভিভাবক হিসেবে দেখানো হয়েছে আর এক জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনকে।
1/7
*সানি লিওন, নেহা কক্কড়ের পর এবারে দুই কার্টুন চরিত্র! কলেজের মেধা তালিকায় নাম কার্টুন চরিত্রের। একজন মজাদার চরিত্রের সিনচ্যান। আর তার অভিভাবক হিসেবে দেখানো হয়েছে আর এক জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনকে। ঘটনা শিলিগুড়ি কলেজের। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। সংগৃহীত ছবি। 
*সানি লিওন, নেহা কক্কড়ের পর এবারে দুই কার্টুন চরিত্র! কলেজের মেধা তালিকায় নাম কার্টুন চরিত্রের। একজন মজাদার চরিত্রের সিনচ্যান। আর তার অভিভাবক হিসেবে দেখানো হয়েছে আর এক জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনকে। ঘটনা শিলিগুড়ি কলেজের। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*ঘটনাটিকে কেউ মজার ছলে নিচ্ছেন। আবার কেউ কড়া নিন্দা করেছেন। আনলকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর তাই এবারে অনলাইনেই চলে ভর্তির ফর্ম ফিলআপ। তাতেই নাম বিভ্রাট। কলকাতার আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসাত, মালদহের পর এবারে সেই তালিকায় যোগ হল উত্তরের শিলিগুড়ি কলেজ।
*ঘটনাটিকে কেউ মজার ছলে নিচ্ছেন। আবার কেউ কড়া নিন্দা করেছেন। আনলকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর তাই এবারে অনলাইনেই চলে ভর্তির ফর্ম ফিলআপ। তাতেই নাম বিভ্রাট। কলকাতার আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসাত, মালদহের পর এবারে সেই তালিকায় যোগ হল উত্তরের শিলিগুড়ি কলেজ।
advertisement
3/7
*২৮ অগাস্ট কলেজের ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয় অনলাইনে। সেখানেই দেখা যায়, কলেজের বি এসসিতে ভর্তির তালিকায় উঠে এসছে দুই চরিত্রের নাম। গতকাল তা নজরে আসতেই চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের!
*২৮ অগাস্ট কলেজের ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয় অনলাইনে। সেখানেই দেখা যায়, কলেজের বি এসসিতে ভর্তির তালিকায় উঠে এসছে দুই চরিত্রের নাম। গতকাল তা নজরে আসতেই চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের!
advertisement
4/7
*কীভাবে এল এই দুই নাম? কে বা কারা করল? তা নিয়ে চলছে জোর আলোচনা। তড়িঘড়ি কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ দেওয়া হয় ভর্তির প্রথম তালিকা। নাম বাদ যায় দুই কার্টুন চরিত্রের! ফের নয়া তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
*কীভাবে এল এই দুই নাম? কে বা কারা করল? তা নিয়ে চলছে জোর আলোচনা। তড়িঘড়ি কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ দেওয়া হয় ভর্তির প্রথম তালিকা। নাম বাদ যায় দুই কার্টুন চরিত্রের! ফের নয়া তালিকা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।
advertisement
5/7
*'কীভাবে এল তালিকায় মজাদার কার্টুন চরিত্রের নাম? এটা একটা অপরাধ।' বলছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত ঘোষ। সোমবার শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। ঘটনায় যারা জড়িত অবিলম্বে চিহ্নিত করে কড়া শাস্তির দাবী তুলেছেন অধ্যক্ষ।
*'কীভাবে এল তালিকায় মজাদার কার্টুন চরিত্রের নাম? এটা একটা অপরাধ।' বলছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত ঘোষ। সোমবার শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। ঘটনায় যারা জড়িত অবিলম্বে চিহ্নিত করে কড়া শাস্তির দাবী তুলেছেন অধ্যক্ষ।
advertisement
6/7
*অধ্যক্ষঘটনার নিন্দা করে বলেন, কলকাতায় একাধিক কলেজে এই ধরনের নাম বিভ্রাট হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পর্ণস্টার, জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পর দুই কার্টুন চরিত্রের নাম মেধা তালিকায় উঠে আসায় শোরগোল পড়েছে।
*অধ্যক্ষঘটনার নিন্দা করে বলেন, কলকাতায় একাধিক কলেজে এই ধরনের নাম বিভ্রাট হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই পর্ণস্টার, জনপ্রিয় সঙ্গীত শিল্পীর পর দুই কার্টুন চরিত্রের নাম মেধা তালিকায় উঠে আসায় শোরগোল পড়েছে।
advertisement
7/7
*কলেজের এক পড়ুয়া জানান, এটা অবাক করার মতো ঘটনা। এর আগে কখনওই এমন ঘটনা ঘটেনি।
*কলেজের এক পড়ুয়া জানান, এটা অবাক করার মতো ঘটনা। এর আগে কখনওই এমন ঘটনা ঘটেনি।
advertisement
advertisement
advertisement