Siliguri News : ছোটপর্দা ছেড়ে স্বপ্নের উড়ান! রাজ চক্রবর্তীর ছবিতে বড়পর্দায় অভিষেক শিলিগুড়ির অভীকার
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
শিলিগুড়ির অভিকা মালাকার রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবিতে বড়পর্দায় অভিষেক করছেন. তাঁর সাফল্যে পরিবার গর্বিত, শহরের তরুণদের কাছে তিনি অনুপ্রেরণা.
শিলিগুড়ির অলিগলি পেরিয়ে স্বপ্নের পথে আরও এক ধাপ এগোলেন শহরের মেয়ে অভিকা মালাকার। বাংলা ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ এবার বড়পর্দায় অভিষেক করতে চলেছেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন ছবি ‘হোক কলরব’–এর হাত ধরেই সিনেমার জগতে নতুন যাত্রা শুরু হচ্ছে অভিকার। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে, আর তা ঘিরে উত্তেজনা শিলিগুড়ি জুড়ে।
advertisement
ছোটপর্দার দর্শকদের কাছে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ অভিকা। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। কিন্তু বড়পর্দায় কাজ করার স্বপ্ন ছিল বহুদিনের। অভিকা জানান, বাংলা থেকেই তাঁর অভিনয়ের যাত্রা শুরু, তাই বাংলা সিনেমাতেই প্রথম সুযোগ পাওয়াটা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো।
advertisement
এই ছবিতে সুযোগ পাওয়ার গল্পটাও কম আকর্ষণীয় নয়। অভিকার কথায়, রাজ চক্রবর্তীর সঙ্গে প্রথমে একটি সিরিয়ালের কাজের সূত্রে পরিচয়। সেই আলাপ থেকেই রাজদা তাঁকে এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্প অত্যন্ত প্রাসঙ্গিক বলে জানান তিনি, যেখানে বাস্তবতার পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে ভাবনার খোরাক।
advertisement
অভিকার মতে, ‘হোক কলরব’ শুধু আর পাঁচটা সিনেমার মতো নয়। রাজনীতির পাশাপাশি ছাত্রসমাজের সঙ্গে যুক্ত নানা বিষয় এই ছবিতে উঠে আসবে। ছোটপর্দায় কাজ করার অভিজ্ঞতা তাঁকে অভিনয়ের ভিত তৈরি করে দিলেও, বড়পর্দায় কাজ করার অভিজ্ঞতা একেবারেই আলাদা। এই ছবির শুটিংয়ের মাধ্যমে তিনি অনেক নতুন বিষয় শিখেছেন বলেও জানান অভিকা।
advertisement
শিলিগুড়ির মেয়ের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবারও। বাবা-মা স্বপন ও রূপালী মালাকার জানান, মেয়েকে রূপালি পর্দায় দেখার অপেক্ষা তাঁদের বহুদিনের। শিলিগুড়ি থেকে কলকাতা, আর সেখান থেকে বড়পর্দা—এই যাত্রাপথে অভিকার সাফল্য শহরের বহু তরুণ-তরুণীর কাছেই এখন অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য






