Durga Puja 2023: ৩৬০ ডিগ্রির মণ্ডপ! এবার সবার গন্তব্য সেন্ট্রাল পার্ক

Last Updated:
৩৬০ ডিগ্রির পুজো মণ্ডপ! শহর থেকে জেলা, দর্শনার্থীদের এবার গন্তব্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক
1/5
নিউটাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের ভাবনা 'কোমল গান্ধার'। এখানকার বিশেষ চমক ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের মণ্ডপ।
নিউটাউন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের ভাবনা 'কোমল গান্ধার'। এখানকার বিশেষ চমক ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের মণ্ডপ।
advertisement
2/5
মণ্ডপের চারিদিকে কাচের কারুকার্য সঙ্গে সূক্ষ্ম কাজ সুন্দরভাবে ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী অনির্বাণ দাস
মণ্ডপের চারিদিকে কাচের কারুকার্য সঙ্গে সূক্ষ্ম কাজ সুন্দরভাবে ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী অনির্বাণ দাস
advertisement
3/5
দর্শকরা ইতিমধ্যেই এই মণ্ডপের সৌন্দর্য ও অসামান্য শিল্পকর্মে আকৃষ্ট হয়েছেন‌ সন্ধের অন্ধকার নেমে রাত হলেই এই মণ্ডপের ঔজ্জ্বল্য কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
দর্শকরা ইতিমধ্যেই এই মণ্ডপের সৌন্দর্য ও অসামান্য শিল্পকর্মে আকৃষ্ট হয়েছেন‌ সন্ধের অন্ধকার নেমে রাত হলেই এই মণ্ডপের ঔজ্জ্বল্য কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
advertisement
4/5
দেবী মূর্তিতেও বিশেষ নজর কাড়ছে এই পুজো। ঝাড়বাতি থেকে হালকা আলোর রোশনাই গোটা ভাবনাকে আরও যেন উদ্ভাসিত করেছে।
দেবী মূর্তিতেও বিশেষ নজর কাড়ছে এই পুজো। ঝাড়বাতি থেকে হালকা আলোর রোশনাই গোটা ভাবনাকে আরও যেন উদ্ভাসিত করেছে।
advertisement
5/5
সেন্ট্রাল পার্ক ময়দানে আয়োজিত এই পুজোয় এবার বাড়তি নজর থাকছে আমজনতার। এখানে পুজোর প্রতিটি দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সেন্ট্রাল পার্ক ময়দানে আয়োজিত এই পুজোয় এবার বাড়তি নজর থাকছে আমজনতার। এখানে পুজোর প্রতিটি দিন বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
advertisement