ট্রেনের নাম শ্রীরামায়ণ, এই ট্রেনেই এবার চলুন শ্রীলঙ্কা !

Last Updated:
1/5
রামায়ন ৷ দেশের এই পৌরাণিক কাহিনীর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ তবে, মানচিত্রের ভেদাভেদে শ্রীলঙ্কা এখন বিদেশ ৷ বিমানে চেপে যাওয়া ছাড়া উপায়ও নেই শ্রীলঙ্কা যাওয়ার ৷ কিন্তু এবার আপনি রামায়ন এক্সপ্রেসে চরেই করতে পারেন শ্রীলঙ্কা সফর ৷ দিল্লির সফেদরঞ্জন স্টেশন থেকে ছাড়বে শ্রীরামায়ন এক্সপ্রেসে চরে যাওয়া যাবে শ্রীলঙ্কা ৷ ১৪ নভেম্বর থেকেই শুরু হবে শ্রীরামায়ন এক্সপ্রেসের যাত্রা ৷
রামায়ন ৷ দেশের এই পৌরাণিক কাহিনীর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ তবে, মানচিত্রের ভেদাভেদে শ্রীলঙ্কা এখন বিদেশ ৷ বিমানে চেপে যাওয়া ছাড়া উপায়ও নেই শ্রীলঙ্কা যাওয়ার ৷ কিন্তু এবার আপনি রামায়ন এক্সপ্রেসে চরেই করতে পারেন শ্রীলঙ্কা সফর ৷ দিল্লির সফেদরঞ্জন স্টেশন থেকে ছাড়বে শ্রীরামায়ন এক্সপ্রেসে চরে যাওয়া যাবে শ্রীলঙ্কা ৷ ১৪ নভেম্বর থেকেই শুরু হবে শ্রীরামায়ন এক্সপ্রেসের যাত্রা ৷
advertisement
2/5
রামায়ন ৷ দেশের এই পৌরাণিক কাহিনীর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ তবে, মানচিত্রের ভেদাভেদে শ্রীলঙ্কা এখন বিদেশ ৷ বিমানে চেপে যাওয়া ছাড়া উপায়ও নেই শ্রীলঙ্কা যাওয়ার ৷ কিন্তু এবার আপনি রামায়ন এক্সপ্রেসে চরেই করতে পারেন শ্রীলঙ্কা সফর ৷ দিল্লির সফেদরঞ্জন স্টেশন থেকে ছাড়বে শ্রীরামায়ন এক্সপ্রেসে চরে যাওয়া যাবে শ্রীলঙ্কা ৷ ১৪ নভেম্বর থেকেই শুরু হবে শ্রীরামায়ন এক্সপ্রেসের যাত্রা ৷
রামায়ন ৷ দেশের এই পৌরাণিক কাহিনীর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা ৷ তবে, মানচিত্রের ভেদাভেদে শ্রীলঙ্কা এখন বিদেশ ৷ বিমানে চেপে যাওয়া ছাড়া উপায়ও নেই শ্রীলঙ্কা যাওয়ার ৷ কিন্তু এবার আপনি রামায়ন এক্সপ্রেসে চরেই করতে পারেন শ্রীলঙ্কা সফর ৷ দিল্লির সফেদরঞ্জন স্টেশন থেকে ছাড়বে শ্রীরামায়ন এক্সপ্রেসে চরে যাওয়া যাবে শ্রীলঙ্কা ৷ ১৪ নভেম্বর থেকেই শুরু হবে শ্রীরামায়ন এক্সপ্রেসের যাত্রা ৷
advertisement
3/5
রামায়ন এক্সপ্রেসে চেপে গোটা সফর শেষ করতে আপনার সময় লাগবে ১৬ দিন ৷ ৮০০ জন যাত্রী একসঙ্গে এই সফর করতে পারবেন ৷ ভারতীয় রেলের তরফে জানা যাচ্ছে, ট্রেনের প্রথম যাত্রার জন্য ট্রেনের সমস্ত আসন একেবারে ভর্তি হয়ে গিয়েছে ৷ অযোধ্যা, নন্দীগ্রাম, জনকপুর, বারাণসী, প্রয়াগ, শৃঙ্গবেরপুর, চিত্রকুট, নাসিক, রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কা পৌঁছবে ট্রেন ৷ সেখানে কলম্বো, ক্যান্ডি, নুবারা এলিয়া ৷
রামায়ন এক্সপ্রেসে চেপে গোটা সফর শেষ করতে আপনার সময় লাগবে ১৬ দিন ৷ ৮০০ জন যাত্রী একসঙ্গে এই সফর করতে পারবেন ৷ ভারতীয় রেলের তরফে জানা যাচ্ছে, ট্রেনের প্রথম যাত্রার জন্য ট্রেনের সমস্ত আসন একেবারে ভর্তি হয়ে গিয়েছে ৷ অযোধ্যা, নন্দীগ্রাম, জনকপুর, বারাণসী, প্রয়াগ, শৃঙ্গবেরপুর, চিত্রকুট, নাসিক, রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কা পৌঁছবে ট্রেন ৷ সেখানে কলম্বো, ক্যান্ডি, নুবারা এলিয়া ৷
advertisement
4/5
ভারত সফরের জন্য ট্রেন যাত্রীদের ক্ষেত্রে ১৫,১২০ টাকা ধার্য করা হয়েছে ৷ এবার পর্যটকেরা যদি শ্রীলঙ্কা সফর করতে চান ৷ তাহলে তাকে ৩৬,৯৭০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ৷ ট্রেনে যাতায়াতের সময় যাতে যাত্রীদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে থাকবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ৷ থাকবেন ট্যুর ম্যানেজারও ৷
ভারত সফরের জন্য ট্রেন যাত্রীদের ক্ষেত্রে ১৫,১২০ টাকা ধার্য করা হয়েছে ৷ এবার পর্যটকেরা যদি শ্রীলঙ্কা সফর করতে চান ৷ তাহলে তাকে ৩৬,৯৭০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ৷ ট্রেনে যাতায়াতের সময় যাতে যাত্রীদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে থাকবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ৷ থাকবেন ট্যুর ম্যানেজারও ৷
advertisement
5/5
ভারত সফরের জন্য ট্রেন যাত্রীদের ক্ষেত্রে ১৫,১২০ টাকা ধার্য করা হয়েছে ৷ এবার পর্যটকেরা যদি শ্রীলঙ্কা সফর করতে চান ৷ তাহলে তাকে ৩৬,৯৭০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ৷ ট্রেনে যাতায়াতের সময় যাতে যাত্রীদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে থাকবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ৷ থাকবেন ট্যুর ম্যানেজারও ৷
ভারত সফরের জন্য ট্রেন যাত্রীদের ক্ষেত্রে ১৫,১২০ টাকা ধার্য করা হয়েছে ৷ এবার পর্যটকেরা যদি শ্রীলঙ্কা সফর করতে চান ৷ তাহলে তাকে ৩৬,৯৭০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে ৷ ট্রেনে যাতায়াতের সময় যাতে যাত্রীদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই কারণে থাকবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ৷ থাকবেন ট্যুর ম্যানেজারও ৷
advertisement
advertisement
advertisement