ফের বিপদের মেঘ! গুজরাতের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়া জেলা আজ জলশূন্য, হাহাকার মানুষের

Last Updated:
1/4
• জল নেই । মাটি ফেটে চৌচির । জলের জন্য হাহাকার করছে গুজরাতের দাঙ্গ জেলা । যে জেলা ‘গুজরাতের চেরাপুঞ্জী’ নামে খ্যাত ।
• জল নেই । মাটি ফেটে চৌচির । জলের জন্য হাহাকার করছে গুজরাতের দাঙ্গ জেলা । যে জেলা ‘গুজরাতের চেরাপুঞ্জী’ নামে খ্যাত ।
advertisement
2/4
• প্রতি বছর প্রচুর বৃষ্টি হওয়া সেই দাঙ্গ জেলায় এ বছর গরম পড়তে না পড়তেই শুরু হয়েছে জলের জন্য হাহাকার । এক ফোঁটা পানীয় জলের জন্য লড়াই করছেন সেখানকার স্থানীয় আদিবাসীরা ।
• প্রতি বছর প্রচুর বৃষ্টি হওয়া সেই দাঙ্গ জেলায় এ বছর গরম পড়তে না পড়তেই শুরু হয়েছে জলের জন্য হাহাকার । এক ফোঁটা পানীয় জলের জন্য লড়াই করছেন সেখানকার স্থানীয় আদিবাসীরা ।
advertisement
3/4
• প্রতি বছর প্রচুর বৃষ্টি হয় এখানে । কিন্তু এ বছর অল্পস্বল্প বৃষ্টি হলেও তাতে জলস্তর তেমন ওঠেনি । ফলে ৩১১টি গ্রামের মানুষ প্রবল জলকষ্টে ভুগছেন ।
• প্রতি বছর প্রচুর বৃষ্টি হয় এখানে । কিন্তু এ বছর অল্পস্বল্প বৃষ্টি হলেও তাতে জলস্তর তেমন ওঠেনি । ফলে ৩১১টি গ্রামের মানুষ প্রবল জলকষ্টে ভুগছেন ।
advertisement
4/4
• ফলে গ্রামের মহিলারা নদী খুঁড়ে জল বের করার চেষ্টা করছেন । যদিও সামান্য পানীয় জল ছাড়া প্রয়োজনীয় জল সেখানেও অমিল । ফলে এখন একটি জলের ট্যাঙ্কারের দাবি করছেন গ্রামবাসীরা । যাতে তাঁদের দৈনন্দিন জলের চাহিদা মিটতে পারে ।  I
• ফলে গ্রামের মহিলারা নদী খুঁড়ে জল বের করার চেষ্টা করছেন । যদিও সামান্য পানীয় জল ছাড়া প্রয়োজনীয় জল সেখানেও অমিল । ফলে এখন একটি জলের ট্যাঙ্কারের দাবি করছেন গ্রামবাসীরা । যাতে তাঁদের দৈনন্দিন জলের চাহিদা মিটতে পারে । I
advertisement
advertisement
advertisement