বীরচক্র সম্মান পেতে চলেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, অন্য ৫ পাইলটকে বিশেষ সম্মান
Bangla Editor
1/ 5
পুলওয়ামা হামলার পর ভারত-পাক সংঘর্ষের সময় পাকিস্তানি F-16 ফাইটার প্লেনকে গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । পাক-সেনার হাতে বন্দী হয়েও অসম সাহসের পরিচয় দিয়েছিলেন উইং কমান্ডার ।
2/ 5
সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সামরিক বাহিনীর তৃতীয় সর্বোচ্চ বীরচক্র সম্মানে ভূষিত হতে পারেন কমান্ডার বর্তমান। বর্তমান ছাড়াও Mirage-2000 ফাইটার জেটের অন্য পাঁচ জওয়ানকেও বিশেষ সম্মান প্রদান করা হতে পারে।
3/ 5
১৪ অগাস্ট বীরত্ব সম্মানের তালিকা মঞ্জুর করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,এরপর ১৫ অগাস্ট তাঁদের বিশেষ সম্মান প্রদান করা হবে ।
4/ 5
পাকিস্তানে থাকাকালীন শত চাপের মুখেও প্রতিরক্ষা সম্পর্কিত কোনও তথ্য দেননি উইং কমান্ডার । তাঁকে বন্দী করার প্রায় ৬০ ঘণ্টা বাদে মুক্তি দেয় পাকিস্তান ।
5/ 5
ভারতের সামরিক ইতিহাসে বর্তমান হলেন একমাত্র ফাইটার পাইলট যিনি F-16 কে গুলিবিদ্ধ করার কৃতীত্বের দাবিদার ।