এত ভারী ব্যাগ! 'কী আছে এতে?' আরপিএফ জিজ্ঞেস করতেই 'আমতা আমতা' করল যাত্রী, এক ঝটকায় কাপড় সরাতেই...!

Last Updated:
Indian Railways দীপাবলির সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল সুরক্ষা বাহিনী (RPF) বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তল্লাশির সময় এক যাত্রীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর ব্যাগে কী আছে। তিনি বলেন, “আমি বাড়ি যাচ্ছি, কিছু সামগ্রী আছে।” কিন্তু কাপড়ের আবরণ সরাতেই বেরিয়ে আসে সত্যি!
1/14
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) দীপাবলি উৎসবের আগে যাত্রী নিরাপত্তা জোরদার করতে বিশেষ অভিযান শুরু করেছে। এই সময়ে ট্রেনে ও স্টেশনে তল্লাশি চালিয়ে একাধিক অবৈধ কার্যকলাপের হদিস মিলেছে। আরপিএফ জানায়, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনে “অপারেশন সতর্ক” নামে এক ধারাবাহিক অভিযান চালানো হয়।
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) দীপাবলি উৎসবের আগে যাত্রী নিরাপত্তা জোরদার করতে বিশেষ অভিযান শুরু করেছে। এই সময়ে ট্রেনে ও স্টেশনে তল্লাশি চালিয়ে একাধিক অবৈধ কার্যকলাপের হদিস মিলেছে।
advertisement
2/14
আরপিএফ জানায়, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনে “অপারেশন সতর্ক” নামে এক ধারাবাহিক অভিযান চালানো হয়।
আরপিএফ জানায়, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনে “অপারেশন সতর্ক” নামে এক ধারাবাহিক অভিযান চালানো হয়।
advertisement
3/14
দীপাবলির সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল সুরক্ষা বাহিনী (RPF) বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তল্লাশির সময় এক যাত্রীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর ব্যাগে কী আছে।
দীপাবলির সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল সুরক্ষা বাহিনী (RPF) বিশেষ সতর্কতা অবলম্বন করছে। তল্লাশির সময় এক যাত্রীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর ব্যাগে কী আছে।
advertisement
4/14
রেলের আরপিএফ জিজ্ঞাসা করেছিল, “ব্যাগে কী আছে?” যাত্রী উত্তর দিয়েছিলেন, “আমি দীপাবলিতে গ্রামে যাচ্ছি, কিছু জিনিসপত্র আছে।” এরপর ব্যাগের ওপরের কাপড় সরাতেই সবাই হতবাক!
রেলের আরপিএফ জিজ্ঞাসা করেছিল, “ব্যাগে কী আছে?” যাত্রী উত্তর দিয়েছিলেন, “আমি দীপাবলিতে গ্রামে যাচ্ছি, কিছু জিনিসপত্র আছে।” এরপর ব্যাগের ওপরের কাপড় সরাতেই সবাই হতবাক!
advertisement
5/14
 তিনি বলেন, “আমি বাড়ি যাচ্ছি, কিছু সামগ্রী আছে।” কিন্তু কাপড়ের আবরণ সরাতেই বেরিয়ে আসে সত্যি! 
তিনি বলেন, “আমি বাড়ি যাচ্ছি, কিছু সামগ্রী আছে।” কিন্তু কাপড়ের আবরণ সরাতেই বেরিয়ে আসে সত্যি!
advertisement
6/14
আরপিএফ জানায়, তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি দীপাবলিতে গ্রামে যাচ্ছি, ব্যাগে কিছু জিনিস আছে।” এরপর ব্যাগের ওপরের কাপড় সরাতেই দেখা যায়, ভিতরে মদের বোতল ভরা। হঠাৎ ধরা পড়ে যাত্রী হতবাক হয়ে যান এবং কোনও উত্তর দিতে পারেননি।
আরপিএফ জানায়, তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি দীপাবলিতে গ্রামে যাচ্ছি, ব্যাগে কিছু জিনিস আছে।” এরপর ব্যাগের ওপরের কাপড় সরাতেই দেখা যায়, ভিতরে মদের বোতল ভরা। হঠাৎ ধরা পড়ে যাত্রী হতবাক হয়ে যান এবং কোনও উত্তর দিতে পারেননি।
advertisement
7/14
এই অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৬ লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং ১৭৩ বোতল বিদেশি মদ। অভিযান হয়েছে বোলপুর, বামনগাছি, আসানসোল, জামালপুর ও ভাগলপুর স্টেশনে।
এই অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৬ লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং ১৭৩ বোতল বিদেশি মদ। অভিযান হয়েছে বোলপুর, বামনগাছি, আসানসোল, জামালপুর ও ভাগলপুর স্টেশনে।
advertisement
8/14
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশনে এক যাত্রীর কাছ থেকে ১৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। বামনগাছি স্টেশনে একজনের কাছ থেকে ২৭ লক্ষ টাকা এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ৫৩ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত হয়। আসানসোল স্টেশনে এক ব্যক্তিকে ৫৪ বোতল মদ-সহ গ্রেফতার করা হয়। জামালপুরে উদ্ধার হয় ৪৯ বোতল এবং ভাগলপুরে ১৭ বোতল বিদেশি মদ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বোলপুর স্টেশনে এক যাত্রীর কাছ থেকে ১৯ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। বামনগাছি স্টেশনে একজনের কাছ থেকে ২৭ লক্ষ টাকা এবং অপর এক ব্যক্তির কাছ থেকে ৫৩ বোতল বিদেশি মদ বাজেয়াপ্ত হয়। আসানসোল স্টেশনে এক ব্যক্তিকে ৫৪ বোতল মদ-সহ গ্রেফতার করা হয়। জামালপুরে উদ্ধার হয় ৪৯ বোতল এবং ভাগলপুরে ১৭ বোতল বিদেশি মদ।
advertisement
9/14
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
advertisement
10/14
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
advertisement
11/14
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
আরপিএফের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত নগদ অর্থ আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে, যাতে টাকার উৎস খতিয়ে দেখা যায়। এতে বেআইনি অর্থ লেনদেন ও কালো টাকার প্রচলন রোধে সাহায্য করবে। একইসঙ্গে, ট্রেন ও স্টেশনে মদ পাচার রুখতে নজরদারি আরও কড়া করা হয়েছে।
advertisement
12/14
আরপিএফ জানিয়েছে, দীপাবলির উৎসবের সময় ভিড় বাড়ার কারণে বেআইনি মাল পরিবহন বা পাচারের আশঙ্কা থাকে। তাই স্টেশন ও ট্রেনে ২৪ ঘণ্টা নজরদারি ও টহল চালানো হচ্ছে। তাদের লক্ষ্য— যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল পরিসরকে অপরাধমুক্ত রাখা।
আরপিএফ জানিয়েছে, দীপাবলির উৎসবের সময় ভিড় বাড়ার কারণে বেআইনি মাল পরিবহন বা পাচারের আশঙ্কা থাকে। তাই স্টেশন ও ট্রেনে ২৪ ঘণ্টা নজরদারি ও টহল চালানো হচ্ছে। তাদের লক্ষ্য— যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং রেল পরিসরকে অপরাধমুক্ত রাখা।
advertisement
13/14
এই অভিযান সম্পর্কে এক আধিকারিক বলেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। বেআইনি পণ্য পরিবহন বা পাচার কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।”
এই অভিযান সম্পর্কে এক আধিকারিক বলেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। বেআইনি পণ্য পরিবহন বা পাচার কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না।”
advertisement
14/14
Generated imageএইভাবে পূর্ব রেলের একাধিক ডিভিশনে একযোগে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল আরপিএফ। দীপাবলির আগেই “অপারেশন সতর্ক”-এর মাধ্যমে বিপুল পরিমাণ নগদ ও বিদেশি মদ উদ্ধার করে রেল প্রশাসন জানিয়েছে, এই অভিযান এখনই শেষ নয়— উৎসবের মরসুম জুড়ে তা চলবে।
এইভাবে পূর্ব রেলের একাধিক ডিভিশনে একযোগে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল আরপিএফ। দীপাবলির আগেই “অপারেশন সতর্ক”-এর মাধ্যমে বিপুল পরিমাণ নগদ ও বিদেশি মদ উদ্ধার করে রেল প্রশাসন জানিয়েছে, এই অভিযান এখনই শেষ নয়— উৎসবের মরসুম জুড়ে তা চলবে।
advertisement
advertisement
advertisement