ইংল্যান্ড থেকে BSc, অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স, জানুন কে এই আরিয়ান যাদব যিনি মুলায়ম পরিবারে লাদাখি কনে আনলেন

Last Updated:
Who is Aryan Yadav: সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কথা সবাই জানেন, সম্প্রতি যাঁর বিয়ের অনুষ্ঠানের ছবিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে, সেই আরিয়ান যাদব অখিলেশেরই খুড়তুতো ভাই।
1/6
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কথা সবাই জানেন, সম্প্রতি যাঁর বিয়ের অনুষ্ঠানের ছবিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে, সেই আরিয়ান যাদব অখিলেশেরই খুড়তুতো ভাই। মঙ্গলবার তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। সেফাইতে অনুষ্ঠিত এই জমকালো বিয়েতে পুরো যাদব পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। ৬০০ ফুট উঁচু মঞ্চে লাদাখের সেরিংকে আরিয়ান মালা পরিয়েছিলেন। (Photo: Instagram)
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কথা সবাই জানেন, সম্প্রতি যাঁর বিয়ের অনুষ্ঠানের ছবিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে, সেই আরিয়ান যাদব অখিলেশেরই খুড়তুতো ভাই। মঙ্গলবার তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। সেফাইতে অনুষ্ঠিত এই জমকালো বিয়েতে পুরো যাদব পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। ৬০০ ফুট উঁচু মঞ্চে লাদাখের সেরিংকে আরিয়ান মালা পরিয়েছিলেন। (Photo: Instagram)
advertisement
2/6
সাতপাকের পর তাঁরা দু’জনে দাম্পত্যজীবনের যাত্রা শুরু করলেন। বিয়ে নিয়ে হইচই হলেও এমনিতে আরিয়ান যাদব সম্পর্কে বড় একটা আলোচনা হয় না। আরিয়ান হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের তৃতীয় ভাই রাজপাল যাদবের ছেলে। (Photo: Instagram)
সাতপাকের পর তাঁরা দু’জনে দাম্পত্যজীবনের যাত্রা শুরু করলেন। বিয়ে নিয়ে হইচই হলেও এমনিতে আরিয়ান যাদব সম্পর্কে বড় একটা আলোচনা হয় না। আরিয়ান হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের তৃতীয় ভাই রাজপাল যাদবের ছেলে। (Photo: Instagram)
advertisement
3/6
তিনি কোথায় তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন ? পাঁচ ভাইয়ের মধ্যে মুলায়ম ছিলেন সবার বড়। রাজপাল যাদব এই বছরের জানুয়ারিতেই মারা যান। আরিয়ান তাঁর প্রাথমিক শিক্ষা ইটাওয়াতে সম্পন্ন করেন। এরপর তিনি ডিপিএস নয়ডাতে ভর্তি হন, যেখানে তিনি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আরিয়ান ডিইউ থেকে বি.কম অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডে চলে যান। তিনি বিখ্যাত কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. (ব্যবসায়) ডিগ্রি অর্জন করেন। (Photo: Instagram)
তিনি কোথায় তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন ? পাঁচ ভাইয়ের মধ্যে মুলায়ম ছিলেন সবার বড়। রাজপাল যাদব এই বছরের জানুয়ারিতেই মারা যান। আরিয়ান তাঁর প্রাথমিক শিক্ষা ইটাওয়াতে সম্পন্ন করেন। এরপর তিনি ডিপিএস নয়ডাতে ভর্তি হন, যেখানে তিনি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আরিয়ান ডিইউ থেকে বি.কম অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডে চলে যান। তিনি বিখ্যাত কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. (ব্যবসায়) ডিগ্রি অর্জন করেন। (Photo: Instagram)
advertisement
4/6
বিয়ের তারিখ পিছিয়ে দিতে হয়: আরিয়ান ২০১৯ সালে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রির জন্য তিনি সিডনি (অস্ট্রেলিয়া) বিশ্ববিদ্যালয়ে যান। অখিলেশ যাদবও একই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। অভিষেক যাদব আরিয়ানের বড় ভাই। অভিষেক ইটাওয়ার জেলা পঞ্চায়েত সভাপতি। আরিয়ানের মা প্রেমলতা যাদবও ইটাওয়ার জেলা পঞ্চায়েত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। (Photo: Instagram)
বিয়ের তারিখ পিছিয়ে দিতে হয়: আরিয়ান ২০১৯ সালে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রির জন্য তিনি সিডনি (অস্ট্রেলিয়া) বিশ্ববিদ্যালয়ে যান। অখিলেশ যাদবও একই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। অভিষেক যাদব আরিয়ানের বড় ভাই। অভিষেক ইটাওয়ার জেলা পঞ্চায়েত সভাপতি। আরিয়ানের মা প্রেমলতা যাদবও ইটাওয়ার জেলা পঞ্চায়েত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। (Photo: Instagram)
advertisement
5/6
কনে এসেছেন লাদাখ থেকে: অন্য দিকে, আরিয়ানের কনে সেরিং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁর বাবা রিংজান আংচুক লাদাখের একজন সুপরিচিত প্রোমোটার। তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠানটি ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আরিয়ান এবং সেরিংয়ের মূলত ২০২৫ সালের মার্চ মাসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারিতে আরিয়ানের বাবা মারা যাওয়ার পর বিয়ে পিছিয়ে দিতে হয়।
কনে এসেছেন লাদাখ থেকে: অন্য দিকে, আরিয়ানের কনে সেরিং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁর বাবা রিংজান আংচুক লাদাখের একজন সুপরিচিত প্রোমোটার। তাঁদের এনগেজমেন্ট অনুষ্ঠানটি ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আরিয়ান এবং সেরিংয়ের মূলত ২০২৫ সালের মার্চ মাসে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু জানুয়ারিতে আরিয়ানের বাবা মারা যাওয়ার পর বিয়ে পিছিয়ে দিতে হয়।
advertisement
6/6
এক মনমাতানো ভোজ: বিয়েতে ৫০,০০০ অতিথির জন্য খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি, ফিরোজাবাদ এবং লখনউয়ের কারিগরদের তৈরি মাথাই আলু, পনির ছোলে, ইমারতি এবং কালো জাম-সহ প্রায় ১০টি পদ বিশেষভাবে প্রস্তুত করানো হয়েছিল। ১,৫০০ জন ভিআইপি অতিথির জন্য একটি বিশেষ মেনু তৈরি করা হয়েছিল, অন্য দিকে, লাদাখের কনের পরিবারের জন্য খাবার একটি হোটেল থেকে অর্ডার করা হয়েছিল।
এক মনমাতানো ভোজ: বিয়েতে ৫০,০০০ অতিথির জন্য খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি, ফিরোজাবাদ এবং লখনউয়ের কারিগরদের তৈরি মাথাই আলু, পনির ছোলে, ইমারতি এবং কালো জাম-সহ প্রায় ১০টি পদ বিশেষভাবে প্রস্তুত করানো হয়েছিল। ১,৫০০ জন ভিআইপি অতিথির জন্য একটি বিশেষ মেনু তৈরি করা হয়েছিল, অন্য দিকে, লাদাখের কনের পরিবারের জন্য খাবার একটি হোটেল থেকে অর্ডার করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement