কমানো যাবে না শারীরিক মিলনের বয়স, কত বয়সেই শারীরিক মিলন করবে ছেলে মেয়েরা জানিয়ে দিল কেন্দ্র, সুপ্রিম কোর্টকে প্রস্তাব

Last Updated:
কোন বয়সে শারীরিক সম্পর্ক তৈরি করবে - তা নিয়ে নিজেদের প্রস্তাব সুপ্রিম কোর্টকে প্রস্তাব দিল কেন্দ্র
1/7
What is the ideal age for Physical Relation: দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কের বয়স অন্তত ১৮ হতেই হবে ফের একবার সুপ্রিম কোর্টকে নিজেদের প্রস্তাব জানিয়ে দিল কেন্দ্র৷ কেন্দ্র জানিয়েছে সেক্সুয়াল সম্পর্কের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া যাবে না৷ কেন্দ্রের বক্তব্য নাবালকদের যৌন হেনস্তার হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত তাদের৷ তাই পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে দাবি উঠেছিল ১৬ বছর করে দেওয়া হোক৷ 
What is the ideal age for Physical Relation: দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কের বয়স অন্তত ১৮ হতেই হবে ফের একবার সুপ্রিম কোর্টকে নিজেদের প্রস্তাব জানিয়ে দিল কেন্দ্র৷ কেন্দ্র জানিয়েছে সেক্সুয়াল সম্পর্কের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া যাবে না৷ কেন্দ্রের বক্তব্য নাবালকদের যৌন হেনস্তার হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত তাদের৷ তাই পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে দাবি উঠেছিল ১৬ বছর করে দেওয়া হোক৷
advertisement
2/7
কেন্দ্রের দাবি অনুসারে আত্মীয়দের দিক থেকে যেভাবে মাইনররা যৌন শোষণের শিকার হয়, সেটাকে আটাকাতে ১৮ বছরের আগে যৌন মিলনের বয়সে ছাড় দেবে না কেন্দ্র৷ রোমান্টিক সম্পর্ক বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যদি কোনও মামলা আসে তাহলে সেটাকে কেসভিত্তিক হিসেবেই দেখা হবে৷ Photo- Representative 
কেন্দ্রের দাবি অনুসারে আত্মীয়দের দিক থেকে যেভাবে মাইনররা যৌন শোষণের শিকার হয়, সেটাকে আটাকাতে ১৮ বছরের আগে যৌন মিলনের বয়সে ছাড় দেবে না কেন্দ্র৷ রোমান্টিক সম্পর্ক বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যদি কোনও মামলা আসে তাহলে সেটাকে কেসভিত্তিক হিসেবেই দেখা হবে৷ Photo- Representative
advertisement
3/7
কেন্দ্রের পক্ষ থেকে যুক্তিতে বলা হচ্ছে ১৮ বছরের বয়স সীমা খুবই কঠোরভাবে মানা হোক৷ এই যোগ্যতা মান থেকে সাবালকত্বের দাবির স্বার্থে সরা মানে দেশে মাইনরদের যৌন সুরক্ষা দেওয়ার যে আইন করা হয়েছে  অর্থাৎ পসকো তা ক্ষতিগ্রস্ত হবে৷ Photo- Representative (Meta AI)
কেন্দ্রের পক্ষ থেকে যুক্তিতে বলা হচ্ছে ১৮ বছরের বয়স সীমা খুবই কঠোরভাবে মানা হোক৷ এই যোগ্যতা মান থেকে সাবালকত্বের দাবির স্বার্থে সরা মানে দেশে মাইনরদের যৌন সুরক্ষা দেওয়ার যে আইন করা হয়েছে  অর্থাৎ পসকো তা ক্ষতিগ্রস্ত হবে৷ Photo- Representative (Meta AI)
advertisement
4/7
কেন্দ্র মনে করছে ১৮ বছরের আগে কোনও মানুষ যৌন সম্পর্ক স্থাপন নিয়ে কোনও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না৷ বয়সভিত্তিক যে সুরক্ষাটা দেশ দিয়ে রেখেছে সেটা সরিয়ে দিলে রেপ বা ধর্ষণের ঘটনা আরও বাড়বে৷
কেন্দ্র মনে করছে ১৮ বছরের আগে কোনও মানুষ যৌন সম্পর্ক স্থাপন নিয়ে কোনও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না৷ বয়সভিত্তিক যে সুরক্ষাটা দেশ দিয়ে রেখেছে সেটা সরিয়ে দিলে রেপ বা ধর্ষণের ঘটনা আরও বাড়বে৷
advertisement
5/7
ভারতীয় নিয়ম বিধিতে ধীরে ধীরে যৌন সম্পর্কের বয়স এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ভারতীয় পিনাল কোডে ১৮৬০ এ ছিল ১০ বছর, ১৮৯১ তে তা বেড়ে হয় ১২ বছর, ১৯২৫ এ বিশেষ অ্যামেডমেন্ট এনে ১৪ বছর করা হয় শারীরিক সম্পর্কের বয়স৷  Photo- Representative (Meta AI)
ভারতীয় নিয়ম বিধিতে ধীরে ধীরে যৌন সম্পর্কের বয়স এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ভারতীয় পিনাল কোডে ১৮৬০ এ ছিল ১০ বছর, ১৮৯১ তে তা বেড়ে হয় ১২ বছর, ১৯২৫ এ বিশেষ অ্যামেডমেন্ট এনে ১৪ বছর করা হয় শারীরিক সম্পর্কের বয়স৷  Photo- Representative (Meta AI)
advertisement
6/7
আইপিসি-র ধারায় ১৯২৫ সালে সারদা অ্যাক্ট এসে এই বয়স বাড়ে৷ ১৯৪০ সালে এই বয়স বাড়িয়ে করা হয় ১৬ বছর৷ ১৯৭৮ এ বাল্য বিবাহ রোধ করতে এই বয়স বাড়িয়ে করা হয় ১৮ বছর৷ Photo- Representative (Meta AI)
আইপিসি-র ধারায় ১৯২৫ সালে সারদা অ্যাক্ট এসে এই বয়স বাড়ে৷ ১৯৪০ সালে এই বয়স বাড়িয়ে করা হয় ১৬ বছর৷ ১৯৭৮ এ বাল্য বিবাহ রোধ করতে এই বয়স বাড়িয়ে করা হয় ১৮ বছর৷ Photo- Representative (Meta AI)
advertisement
7/7
একটি শিশুর শারীরিক গঠনকে সুস্থভাবে বাড়তে দিতে এবং একাধিক বড় সমস্যাকে দূরে সরিয়ে রাখতেই সরকার এই বয়সকে কোনওভাবেই কমাতে দিতে চায় না বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে৷
একটি শিশুর শারীরিক গঠনকে সুস্থভাবে বাড়তে দিতে এবং একাধিক বড় সমস্যাকে দূরে সরিয়ে রাখতেই সরকার এই বয়সকে কোনওভাবেই কমাতে দিতে চায় না বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে৷
advertisement
advertisement
advertisement