#নয়াদিল্লি: দেশের একাধিক এলাকায় মৌসুমী (Monsoon Update) বৃষ্টিতে নাজেহাল অবস্থা৷ বৃষ্টির পরিস্থিতি এখনই থামার কোনও সম্ভবনা নেই৷ ভারতীয় মৌসম বিভাগ এবং আইএমডি সেই সব রাজ্যের নামে সতর্কতা ঘোষণা করে দিয়েছে তা অনুযায়ি ২৪ জুলাই অবধি ছটি রাজ্যে প্রবল বৃষ্টি হবে৷ এই রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান, জম্মু-কাশ্মীর, গুজরাত, ওড়িশা, অসম, মেঘালয় রয়েছে৷ মৌসুমী বায়ুর সিস্টেম ভালভাবেই তৈরি হয়ে রয়েছে৷ এরপর মৌসুমী বায়ু দক্ষিণ দিকে এগিয়ে যাবে৷ Photo- Representative
আইএমডি জানিয়েছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানের একাধিক জায়গায় ২৫ জুলাই অবধি ভাল বৃষ্টি হবে৷ উত্তরাখণ্ড এবং পঞ্জাবে ২৩ অবধি হরিয়াণা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ২২ জুলাই অবধি বেশ কয়েক জায়গায় প্রবল বৃষ্টি হবে৷ ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ (West Bengal Weather Update) এবং সিকিমে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ Photo- Representative
পূর্বোত্তরের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম , ত্রিপুরায় আগামী ৫ দিনে প্রবল বৃষ্টি হবে৷ দক্ষিণ তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে শুক্রবার বজ্রবিদ্যুৎ-র সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷ গুজরাতে ২২ থেকে ২৫ জুলাইতে কোঙ্কন , গোয়া, মধ্য মহারাষ্ট্রতে ২৩ থেকে ২৪ জুলাই ভারী বৃষ্টি হবে৷ Photo- Representative