অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ি ৮ জুন অর্থাৎ আজ সকাল থেকে কলকাতা মেঘের তলায় থাকলেও স্বস্তির ছিঁটেফোঁটাও পাবেন না৷ তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস দেখালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় বেলা ১১ টা থেকে ফিল লাইক টেম্পারেচর ৪০ ডিগ্রি পেরোবে, তা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসও হবে৷ Photo- Representative
স্কাইমেটের ওয়েদার রিপোর্ট অনুযায়ি আজ দিল্লির কিছু এলাকা পঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, হরিয়াণা, উত্তরপ্রদেশ , পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় লু -র পরিস্থিতি তৈরি হবে৷ এছাড়া গুজরাতের পূর্ব দিক , গিলগিট-বাল্টিস্তান, মুজফরাবাদ, জম্মু-কাশ্মীর, লাদাখে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভবনা জারি রয়েছে৷ দক্ষিণ মহারাষ্ট্র, মারাঠবাড়া, উত্তর কর্ণাটকে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ আজ এই সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ Photo- Representative
গত ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতে সক্রিয় হয়ে উঠেছে৷ দক্ষিণে খানিকটা কমজোরি হবে৷ গত ২৪ ঘণ্টায় পঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, হরিয়াণা, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বা হিট ওয়েভ জারি থাকবে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গত ৬ দিন ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন সে কোঙ্কন থেকে সামাণ্য দূরে রয়েছে৷ এখন মনে করা হচ্ছে মুম্বইতে আর ২-৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে৷ Photo- Representative