Weather Alert: ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা...! আগামী ২৪ ঘণ্টায় ৪ রাজ্য কাঁপাবে ঝড়-জল! ১১ রাজ্যে 'ঘন' কুয়াশা! কী হবে বাংলায়? IMD দিল সতর্কবার্তা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Weather Alert:আবহাওয়া আবারও বদলাচ্ছে দেশ জুড়ে। একদিকে একটু একটু করে শীতের অনুভূতি কমতে শুরু করেছে। রাতে শৈত্যপ্রবাহও কম অনুভূত হচ্ছে। অন্যদিকে বেশ কিছু সিস্টেমের জেরে দেশের অনেক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া আবারও বদলাচ্ছে দেশ জুড়ে। একদিকে শীতের প্রকোপ কমছে উত্তরে। সকাল থেকে গত কয়েকদিন ভাল রোদ্রজ্জবল ছিল রাজধানী দিল্লি-নয়ডা অঞ্চল। একটু একটু করে শীতের অনুভূতি কমতে শুরু করেছে। রাতে শৈত্যপ্রবাহও কম অনুভূত হচ্ছে। অন্যদিকে বেশ কিছু সিস্টেমের জেরে দেশের অনেক রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি।
advertisement
বাংলার মতো একাধিক রাজ্যের আবহাওয়ার গতি আরও অন্যরকম। জানুয়ারিতে মার্চের মতো গরম শুরু হয়েছে একাধিক রাজ্যে। রাজধানী দিল্লিতে আবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার অনেক এলাকায় বৃষ্টি দেখা যায়।
advertisement
আবহাওয়া দফতর উত্তরপ্রদেশের ৪৫ জেলায় কুয়াশার হলুদ সতর্কতা এবং ১১ জেলায় একটি কমলা সতর্কতা জারি করেছে। আগামী দিনে উত্তর প্রদেশবাসীর কুয়াশা থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনাও কমই বলেই আভাস আবহাওয়ার।
advertisement
দিল্লির আবহাওয়ার পূর্বাভাসআবহাওয়া দফতরের মতে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির আবহাওয়া মোটের উপর ভাল থাকবে। বর্তমানে দিল্লি বা আশেপাশের এলাকায় কোনও পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে সক্রিয় নেই। দিল্লিতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দ্রুত ফের সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
বৃষ্টি ও কুয়াশার পূর্বাভাস:আইএমডি-র দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুসারে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানে ২৪ এবং ২৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের মতে, পূর্ব উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ড-সহ অনেক রাজ্যে ২৪ জানুয়ারি ঘন কুয়াশা পড়তে পারে।
advertisement
প্রচণ্ড ঠান্ডার মধ্যে লাক্ষাদ্বীপেও ভারী বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশ, অসম ও লাক্ষাদ্বীপে বৃষ্টি ও বজ্রপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
বাংলার আবহাওয়া:এদিকে বাংলায় উত্তরের চার ও দক্ষিণের নয় জেলায় কুয়াশার দাপট ছিল আজ সকাল থেকে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
দক্ষিণবঙ্গে কলকাতা-সহ উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাতে ঘন কুয়াশার সর্তকতা। উত্তরবঙ্গের কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে থাকার সম্ভাবনা।
advertisement