

শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে ! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বিশাল ক্রেন ৷ পালানোর উপায় ছিল না শিপইয়ার্ডের কর্মীদের ৷ ক্রেনের তলায় চাপা পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ Photo Courtesy: ANI


শনিবার বেলা ১২.৩০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ক্রেনটি ভার বহনে কতটা উপযোগী, তা পরীক্ষা করে দেখা হচ্ছিল ৷ সেই সময়েই আচমকা ভেঙে পড়ে ক্রেনটি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এত বেশি মাল বহনের ক্ষমতা ছিল না ক্রেনটির ৷


ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১১ জনের ৷ আরও বেশি সংখ্যায় মানুষ চাপা পড়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ দুর্ঘটনা ঘটার সময় সেখানে ২০ জন কর্মী কাজ করছিলেন বলে জানা গিয়েছে ৷


দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে ৷ ক্রেনের ধ্বংসস্তূপের তলায় আরও বেশ কিছু মানুষ আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷