Viral News: স্বামী নয়, ঘটকের সঙ্গে বিয়ের পরে সম্পর্ক রাখলেন স্ত্রী! ঘটনার বাকিটুকু জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Viral Wedding News: বিস্তর খোঁজাখুঁজির পরে ওই নববধূর খোঁজ মেলে ঘটকের বাড়িতে, যিনি ওই সম্বন্ধ এনেছিলেন। ওই দুজনকে এই ঘরে আপত্তিজনক অবস্থায় হাতে-নাতে ধরা গিয়েছে বলে জানা গিয়েছে।
1/5
প্রবাদ আছে বটে- কার বিয়ে কার সঙ্গে হবে, তা না কি আগে থেকেই স্থির হয়ে থাকে! তাহলে মধ্যপ্রদেশের ইনদওরের জনৈক যুবকের সঙ্গে যা হয়েছে, তাকে কি দুর্ভাগ্য বলেই ধরে নিতে হবে?
প্রবাদ আছে বটে- কার বিয়ে কার সঙ্গে হবে, তা না কি আগে থেকেই স্থির হয়ে থাকে! তাহলে মধ্যপ্রদেশের ইনদওরের জনৈক যুবকের সঙ্গে যা হয়েছে, তাকে কি দুর্ভাগ্য বলেই ধরে নিতে হবে?
advertisement
2/5
 ব্যাপারটা অবশ্যই তাই! তবে যুবক এবং তাঁর পরিবার যে চুপ করে না থেকে, লোকলজ্জার পরোয়া না করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তা তাঁর মতো অনেককে সুবিচার পেতে পথ দেখাবে।
ব্যাপারটা অবশ্যই তাই! তবে যুবক এবং তাঁর পরিবার যে চুপ করে না থেকে, লোকলজ্জার পরোয়া না করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তা তাঁর মতো অনেককে সুবিচার পেতে পথ দেখাবে।
advertisement
3/5
 জানা গিয়েছে যে সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরে বিয়েকে কেন্দ্র করে এক প্রতারণার শিকার হয়েছেন জনৈক যুবক। ঘটক মারফত তাঁর বিয়ে ঠিক হয়েছিল। সঙ্গত কারণেই বিয়ে নিয়ে পরিবারে আনন্দ এবং উত্তেজনা ছিল তুঙ্গে। সব রীতি মেনে চলছিল উদ্যোগ-আয়োজন। নববধূকে আশীর্বাদ করার জন্য কেনা হয়েছিল সোনার গয়নাও। তার পর শুভ দিনক্ষণে বিয়ে সম্পন্নও হয়ে যায় প্রথামতো। ঘটককেও বিদায় করা হয় তাঁর প্রাপ্য দক্ষিণা মিটিয়ে।
জানা গিয়েছে যে সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরে বিয়েকে কেন্দ্র করে এক প্রতারণার শিকার হয়েছেন জনৈক যুবক। ঘটক মারফত তাঁর বিয়ে ঠিক হয়েছিল। সঙ্গত কারণেই বিয়ে নিয়ে পরিবারে আনন্দ এবং উত্তেজনা ছিল তুঙ্গে। সব রীতি মেনে চলছিল উদ্যোগ-আয়োজন। নববধূকে আশীর্বাদ করার জন্য কেনা হয়েছিল সোনার গয়নাও। তার পর শুভ দিনক্ষণে বিয়ে সম্পন্নও হয়ে যায় প্রথামতো। ঘটককেও বিদায় করা হয় তাঁর প্রাপ্য দক্ষিণা মিটিয়ে।
advertisement
4/5
 রীতি অনুযায়ী এর পর ফুলশয্যার আয়োজনও হয়। আর সেই রাত থেকেই ঘটতে থাকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা। স্বামীকে অবাক করে দিয়ে নববধূ জানান যে তাঁর ঋতুচক্র শুরু হয়েছে, অতএব শারীরিক মিলন এখন সঙ্গত হবে না। দায়িত্ববান পুরুষের মতোই ওই যুবক স্ত্রীর অনিচ্ছাকে মেনে নিয়েছিলেন। কিন্তু বিয়ের দিন সাতেকের মধ্যেও নববধূ বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ায় ঘটনা অন্য দিকে মোড় নেয়। দেখা যায়, বিয়েতে পাওয়া গয়না এবং বাড়িতে থাকা সব টাকাও নববধূর সঙ্গে উধাও!
রীতি অনুযায়ী এর পর ফুলশয্যার আয়োজনও হয়। আর সেই রাত থেকেই ঘটতে থাকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা। স্বামীকে অবাক করে দিয়ে নববধূ জানান যে তাঁর ঋতুচক্র শুরু হয়েছে, অতএব শারীরিক মিলন এখন সঙ্গত হবে না। দায়িত্ববান পুরুষের মতোই ওই যুবক স্ত্রীর অনিচ্ছাকে মেনে নিয়েছিলেন। কিন্তু বিয়ের দিন সাতেকের মধ্যেও নববধূ বাড়ি থেকে উধাও হয়ে যাওয়ায় ঘটনা অন্য দিকে মোড় নেয়। দেখা যায়, বিয়েতে পাওয়া গয়না এবং বাড়িতে থাকা সব টাকাও নববধূর সঙ্গে উধাও!
advertisement
5/5
বিস্তর খোঁজাখুঁজির পরে ওই নববধূর খোঁজ মেলে ঘটকের বাড়িতে, যিনি ওই সম্বন্ধ এনেছিলেন। ওই দুজনকে এই ঘরে আপত্তিজনক অবস্থায় হাতে-নাতে ধরা গিয়েছে বলে জানা গিয়েছে। যুবক এবং তাঁর পরিবার ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের অনুমান- শুধু নববধূ এবং ঘটকই নয়, বিয়ের মাধ্যমে বেশ বড় এক প্রতারণা চক্র সক্রিয় ওই এলাকায়, বাকিদের খোঁজ চলছে।
বিস্তর খোঁজাখুঁজির পরে ওই নববধূর খোঁজ মেলে ঘটকের বাড়িতে, যিনি ওই সম্বন্ধ এনেছিলেন। ওই দুজনকে এই ঘরে আপত্তিজনক অবস্থায় হাতে-নাতে ধরা গিয়েছে বলে জানা গিয়েছে। যুবক এবং তাঁর পরিবার ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের অনুমান- শুধু নববধূ এবং ঘটকই নয়, বিয়ের মাধ্যমে বেশ বড় এক প্রতারণা চক্র সক্রিয় ওই এলাকায়, বাকিদের খোঁজ চলছে।
advertisement
advertisement
advertisement