Viral News: ফুলশয্যার রাতে যত্ন করে 'হালুয়া' বানালেন কনে...! খেয়েই ঘুম নেমে এল গোটা পরিবারের চোখে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral News: ঘটনা চমকে দিয়েছে নেটিজেনদের মধ্যে। আজব ঘটনার খবর সোশ্যাল মিডিয়াতেও সাড়া ফেলে দিয়েছে। ট্যুইটার ফেসবুকেও ভাইরাল হয়েছে এই খবর।
advertisement
advertisement
ঘটনাটি মুজাফফরনগরের শিখেদা থানা এলাকার নাগলা মুবারিকের। গ্রামের কৃষক নীরজ কুমারের বিয়ে হয়েছিল ২৪ জানুয়ারি রুদ্রপুর তহসিল সিতারগঞ্জের বাসিন্দা রেখা নামের এক মেয়ের সঙ্গে। হরিদ্বারের বাসিন্দা সঞ্জয় ও অমিত নামে দুই ব্যক্তি এই সম্পূর্ণ বিয়েটি সাজিয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ে হয়েছিল ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে।
advertisement
advertisement
advertisement
এর পর লখবিন্দর কৌর নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। সেই মহিল তাঁদের নিয়ে যায় সেতারগঞ্জের কাছে নানক পুখতা শহরে। সেখানে মেয়েটির সঙ্গে পরিচয় হয় বরের। ছেলে মেয়ের সম্পর্ক নিশ্চিত হয়। এরপর সঞ্জয়, অমিত ও ওই মহিলা ১ লাখ ২০ হাজার টাকা নেন পাত্রপক্ষের কাছ থেকে। দুজনের বিয়ের অনুষ্ঠান শেষে ২৫ জানুয়ারি কনে-সহ বাড়িতে পৌঁছন বর।
advertisement
advertisement
advertisement
advertisement