পুলিশের গুলিতে খতম গ্যাংস্টার বিকাশ, ছবিতে দেখুন সেই এনকাউন্টার!

Last Updated:
পুলিশের সঙ্গে বিকাশের শ্যুটআউট ৷ গুরুতর জখম হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ৷
1/5
▪️শুক্রবার সকাল সওয়া সাতটা নাগাদ কানপুরের বাররা থানা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালাতে যায় বিকাশ। পুলিশকর্মীদের পিস্তল ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালান পুলিশকর্মীরাও। এতেই জখম হয় বিকাশ৷ তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ মৃত বলে ঘোষণা করে৷
▪️শুক্রবার সকাল সওয়া সাতটা নাগাদ কানপুরের বাররা থানা এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের একটি গাড়ি উল্টে গেলে সেখান থেকে পালাতে যায় বিকাশ। পুলিশকর্মীদের পিস্তল ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালান পুলিশকর্মীরাও। এতেই জখম হয় বিকাশ৷ তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ মৃত বলে ঘোষণা করে৷
advertisement
2/5
▪️মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার হওয়ার পর উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স হেফাজতে নেয় বিকাশকে৷ সেখান থেকে তাকে নিয়ে আসা হয় লখনউ৷
▪️মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার হওয়ার পর উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স হেফাজতে নেয় বিকাশকে৷ সেখান থেকে তাকে নিয়ে আসা হয় লখনউ৷
advertisement
3/5
▪️৮পুলিশ কর্মী খুনের পর প্রায় সপ্তাহখানেক পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ৷ সূত্রের খবর, আত্মসমর্পণও করতে চেয়েছিল সে৷ তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কানপুরের বিকাশকে৷
▪️৮পুলিশ কর্মী খুনের পর প্রায় সপ্তাহখানেক পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ৷ সূত্রের খবর, আত্মসমর্পণও করতে চেয়েছিল সে৷ তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের কাছ থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের কানপুরের বিকাশকে৷
advertisement
4/5
▪️বিকাশকে গ্রেফতারের আগে বুধবার সকালেই উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ডানহাত অমর দুবের। বৃহস্পতিবার অর্থাৎ যেদিন বিকাশ ধরে পড়ে সেদিন, এনকাউন্টারে মৃত্যু হয়েছিল আরও দুই বিকাশ ঘনিষ্ঠের। তাদের নাম রনবীর এবং প্ৰভাত মিশ্র।
▪️বিকাশকে গ্রেফতারের আগে বুধবার সকালেই উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের ডানহাত অমর দুবের। বৃহস্পতিবার অর্থাৎ যেদিন বিকাশ ধরে পড়ে সেদিন, এনকাউন্টারে মৃত্যু হয়েছিল আরও দুই বিকাশ ঘনিষ্ঠের। তাদের নাম রনবীর এবং প্ৰভাত মিশ্র।
advertisement
5/5
▪️দুবের গ্রফতারের পর থেকে এই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা৷ বিকাশ আত্মসমপর্ণ করেছিল নাকি তাকে গ্রেফতার করেছিল পুলিশ এই নিয়ে ধোঁয়াশা ছিল প্রথমে৷ তবে শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ পুলিশ জানায় যে বিকাশকে গ্রফতারই করা হয়েছে৷
▪️দুবের গ্রফতারের পর থেকে এই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা৷ বিকাশ আত্মসমপর্ণ করেছিল নাকি তাকে গ্রেফতার করেছিল পুলিশ এই নিয়ে ধোঁয়াশা ছিল প্রথমে৷ তবে শেষ পর্যন্ত মধ্যপ্রদেশ পুলিশ জানায় যে বিকাশকে গ্রফতারই করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement