স্বামী শহিদ হয়েছিলেন, তবুও ৫৭ বছর রোজ সিঁথিতে সিঁদুর পরেন তাঁর স্ত্রী

Last Updated:
1/5
এমনই এক নারীর লড়াইয়ের কাহিনি যিনি একজন সাধারণ গৃহবধূ হওয়ার কথা থাকলেও তিনি একজন বীরাঙ্গনায় পরিণত হয়েছেন তাঁর কাজের জন্য ৷ Photo- Representive
এমনই এক নারীর লড়াইয়ের কাহিনি যিনি একজন সাধারণ গৃহবধূ হওয়ার কথা থাকলেও তিনি একজন বীরাঙ্গনায় পরিণত হয়েছেন তাঁর কাজের জন্য ৷ Photo- Representive
advertisement
2/5
কল্যান প্রেম সিং বাজোর ভারতীয় সেনাবাহিনীর এক সেনা ৷ আরও পাঁচজনের মতো তিনিও শহিদ হয়েছিলেন যুদ্ধে ৷ নয় নয় করে কেটে গেছে প্রায় ৬০ বছর ৷ Photo- Representive
কল্যান প্রেম সিং বাজোর ভারতীয় সেনাবাহিনীর এক সেনা ৷ আরও পাঁচজনের মতো তিনিও শহিদ হয়েছিলেন যুদ্ধে ৷ নয় নয় করে কেটে গেছে প্রায় ৬০ বছর ৷ Photo- Representive
advertisement
3/5
আজও স্বামীর কথা বললে চোখের জল বাঁধ মানে না গুট্টুদেবীর ৷ রাজস্থানের ভিখারাম টাডা গ্রামের বাসিন্দা এই ভদ্রমহিলা স্বামী মারা যাওয়ার বহু বছর পর অবধি তিনি নিয়মিত সিঁদুর পরতেন ৷ তিনি মনে করতেন তাঁর বীর স্বামীকে বাঁচিয়ে রাখার এটাই উপায় ৷
আজও স্বামীর কথা বললে চোখের জল বাঁধ মানে না গুট্টুদেবীর ৷ রাজস্থানের ভিখারাম টাডা গ্রামের বাসিন্দা এই ভদ্রমহিলা স্বামী মারা যাওয়ার বহু বছর পর অবধি তিনি নিয়মিত সিঁদুর পরতেন ৷ তিনি মনে করতেন তাঁর বীর স্বামীকে বাঁচিয়ে রাখার এটাই উপায় ৷
advertisement
4/5
স্বামী মারা যাওয়ার ৫৭ বছর অবধি নিয়মিত সিঁথিতে সিঁদুর পরেছেন গুট্টুদেবী ৷ শুধু  এভাবেই বীর রসে নিজেকে উদ্বুদ্ধ করেছেন তিনি তাই নয় ৷ তাঁর সন্তান ও নাতির মধ্যেও এই দেশপ্রেমের ভাবনা ভরে দিতে পেরেছেন রাজস্থানের এই নারী ৷ Photo- Representive
স্বামী মারা যাওয়ার ৫৭ বছর অবধি নিয়মিত সিঁথিতে সিঁদুর পরেছেন গুট্টুদেবী ৷ শুধু এভাবেই বীর রসে নিজেকে উদ্বুদ্ধ করেছেন তিনি তাই নয় ৷ তাঁর সন্তান ও নাতির মধ্যেও এই দেশপ্রেমের ভাবনা ভরে দিতে পেরেছেন রাজস্থানের এই নারী ৷ Photo- Representive
advertisement
5/5
ভারতীয় সেনাবাহিনীতে নৌসেনায় রয়েছেন তাঁর এক ছেলে , অন্য ছেলে রয়েছেন সামরিক বাহিনীতে ৷ এমনকি তাঁর নাতিও এখন তৈরি হয়ে গেছেন মিলিটারিতে যোগ দেওয়ার জন্য ৷ Reuters
ভারতীয় সেনাবাহিনীতে নৌসেনায় রয়েছেন তাঁর এক ছেলে , অন্য ছেলে রয়েছেন সামরিক বাহিনীতে ৷ এমনকি তাঁর নাতিও এখন তৈরি হয়ে গেছেন মিলিটারিতে যোগ দেওয়ার জন্য ৷ Reuters
advertisement
advertisement
advertisement