Vande Bharat Express: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বড়সড় রদবদল, এখন এই স্টেশনগুলিতেও থামবে উত্তরবঙ্গ থেকে ছাড়া বন্দে ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express: উত্তরবঙ্গ থেকে ছাড়া নিউ জলপাইগুড়ি- পটনা বন্দে ভারত এক্সপ্রেসে বড়সড় রদবদল
জলপাইগুড়ি - পটনা বন্দে ভারত এক্সপ্রেসে ট্রেন নং 22233 এবং ট্রেন নং 22234 বন্দে ভারত, ১৪ মার্চ থেকে পটনা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে নিয়মিত চলাচল করবে, সংশোধিত সময়সূচি অনুযায়ী চলবে৷ যাত্রীদের জন্য সুখবর, এখন এই ট্রেনটি পটনা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে নওগাছিয়া, খাগরিয়া, বেগুসরাই এবং পাটনা সাহিব স্টেশনেও থামবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সঙ্গে এই ট্রেনের সময়ও সংশোধন করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও বন্দে ভারতের জন্য একাধিক ট্রেনের সময়ে বদলে গেলএই বন্দে ভারত এক্সপ্রেসের সময় বদলের জন্য ট্রেন নং. 20802 নতুন দিল্লি-ইসলামপুর মগধ এক্সপ্রেসের থামার সময় পটনা এবং একগংরসারসারইয়ের মধ্যে সংশোধিত হয়েছে৷ ১৪ মার্চ থেকে ট্রেন নং. 20802 নতুন দিল্লি-ইসলামপুর মগধ এক্সপ্রেস সংশোধিত সময় অনুযায়ী পটনা জং ১২.৫৫ এ এখানে পৌঁছে এখান থেকে ১৩.০৫ এ ছাড়বে এবং রাজেন্দ্রনগর ১৩.১২ এ, পটনা সাহিব ১৩.২৩ এ, ফতুহা ১৩.৪৩ এ, দনিয়াওয়ান বাজার ১৩.৫৬ এ, ১৪.২১ এ একঙ্গারসরাই এ যাত্রা করবে।