Vande bharat Varanasi: আজ থেকেই বারাণসী-সহ ৪ রুটে বন্দে ভারত! হরিদ্বারে যাওয়াও হবে আরও সহজ...দক্ষিণের জন্যেও উপহার মোদির

Last Updated:
ফিরোজপুর-দিল্লি বন্দে ভারচ এই রুটে থাকা সবচেয়ে দ্রুতগামী ট্রেন৷ এটি মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে৷ এটি দিল্লি এবং পঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে৷
1/8
শুক্রবার দীর্ঘদিন পরে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তা-ও বিশেষ উপলক্ষে৷ অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার৷ দু’দিনের সফরে ৪টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷
শুক্রবার দীর্ঘদিন পরে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তা-ও বিশেষ উপলক্ষে৷ অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার৷ দু’দিনের সফরে ৪টি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷
advertisement
2/8
শুক্রবারই বারণসী পৌঁছাচ্ছেন মোদি৷  বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু রুটে শুরু হবে বন্দে ভারত৷
শুক্রবারই বারণসী পৌঁছাচ্ছেন মোদি৷ বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু রুটে শুরু হবে বন্দে ভারত৷
advertisement
3/8
প্রধানমন্ত্রীর সফরের আগে তাই নিজে সরেজমিনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি নিজে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করেন যোগী, জেলা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি, অনুষ্ঠানস্থল৷
প্রধানমন্ত্রীর সফরের আগে তাই নিজে সরেজমিনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি নিজে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করেন যোগী, জেলা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি, অনুষ্ঠানস্থল৷
advertisement
4/8
 পিআইবির বিবৃতি অনুসারে, এই বন্দেভারত ট্রেনটি
পিআইবির বিবৃতি অনুসারে, এই বন্দেভারত ট্রেনটি "ভারতের সবচেয়ে সম্মাননীয় ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির" সাথে সংযোগ স্থাপন করবে৷ এরমধ্যে থাকছে বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট এবং খাজুরাহো।
advertisement
5/8
বেনারস-খাজুরাহো বন্দে ভারত ট্রেনটি এই রুটে সরাসরি যোগাযোগ স্থাপন করবে৷ সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট৷
বেনারস-খাজুরাহো বন্দে ভারত ট্রেনটি এই রুটে সরাসরি যোগাযোগ স্থাপন করবে৷ সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট৷
advertisement
6/8
লখনউ-সাহারানপুর বন্দে ভারত ট্রেনটি প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে৷ যার ফলে প্রায় এক ঘণ্টা সময় সাশ্রয় হবে। বিবৃতি অনুসারে, এটি রুরকি হয়ে হরিদ্বারে যাওয়ার পথ সহজ করবে।
লখনউ-সাহারানপুর বন্দে ভারত ট্রেনটি প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে৷ যার ফলে প্রায় এক ঘণ্টা সময় সাশ্রয় হবে। বিবৃতি অনুসারে, এটি রুরকি হয়ে হরিদ্বারে যাওয়ার পথ সহজ করবে।
advertisement
7/8
ফিরোজপুর-দিল্লি বন্দে ভারচ এই রুটে থাকা সবচেয়ে দ্রুতগামী ট্রেন৷ এটি মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে৷ এটি দিল্লি এবং পঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে৷
ফিরোজপুর-দিল্লি বন্দে ভারচ এই রুটে থাকা সবচেয়ে দ্রুতগামী ট্রেন৷ এটি মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে যাত্রা সম্পূর্ণ করবে৷ এটি দিল্লি এবং পঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে৷
advertisement
8/8
দক্ষিণ ভারতে এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত যাত্রাপথের সফরকালের সময় প্রায় ২ ঘণ্টা কমিয়ে দেবে৷ সময় লাগবে ৮ ঘণ্টা ৪০ মিনিট৷
দক্ষিণ ভারতে এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত যাত্রাপথের সফরকালের সময় প্রায় ২ ঘণ্টা কমিয়ে দেবে৷ সময় লাগবে ৮ ঘণ্টা ৪০ মিনিট৷
advertisement
advertisement
advertisement