TRF: 'আরও বড় হামলা করব', ফের হুঁশিয়ারি পহেলগাঁও কাণ্ডের জঙ্গি সংগঠন টিআরএফ-এর! বারবার বয়ান বদলে কোন রহস্য?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
TRF: লক্ষ্য ইসলামিক ফুটপ্রিন্ট মুছে স্থানীয় রেজিস্ট্যান্স ফোর্স হিসেবে নিজেদের রিব্র্যান্ডিং করা। যাতে জঙ্গিবাদকে স্থানীয় বিদ্রোহের মুখোশ পরানো যায়।
TRF: দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স- পহেলগাঁও হামলার পর থেকে ভারতের প্রায় সব মানুষের পরিচিত হয়ে গিয়েছে এই নাম। কিন্তু কারা এই টিআরএফ? দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স। কাশ্মীর ভ‍্যালিতে ৩৭০ ধারা অবলুপ্তির পর লস্কর-এ-তৈবার রিব্র‍্যান্ডিং হয় দ‍্য রেজিস্ট‍্যান্স ফোর্স হিসেবে। অপারেশন হেড সইফুল্লা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
টিআরএফ এবং তাঁদের গত সাতদিনের বদলাতে থাকা বয়ান।* পহেলগাঁও হামলার দিন, অর্থাৎ ২২/৪/২৫ সে হামলার দায় নিয়েছিল টিআরএফ। সেখানে জম্মু-কাশ্মীরে বাইরে থেকে মানুষ এসে ডোমিসাইল নিচ্ছে, তার প্রতিবাদে এই হামলা বলে উল্লেখ।* ২৫/৪/২৫– পহেলগাঁও হামলার দায় নিতে অস্বীকার TRF-এর। ভারতীয় গুপ্তচর সংস্থা এবং সাইবার ক্রাইম তাদের সাইট হ্যাক করে রিলিজ দিয়েছিল বলে দাবি* ২৭/৪/২৫– ফের প্রকাশিত রিলিজে বালুচিস্তানে অশান্তির পিছনে ভারতকে দায়ী করে ইঙ্গিত দেওয়া হয়, পহেলগাঁও হামলা তারই প্রত্তুত্তর।* ২৮/৪/২৫– নতুন একটি রিলিজে বলা হয়, যদি জঙ্গিদের বাড়ি ভাঙা বন্ধ না হয়, তাহলে আরও বৃহত্তর নাশকতা হবে।
advertisement
advertisement
গোয়েন্দারা মনে করছেন, ভারতের প্রত‍্যাঘাতের হুমকি অনেকটাই বিচলিত করেছে আইএসআই এবং পাক সেনাকে। ইতিমধ্যেই সীমান্তবর্তী বিভিন্ন লঞ্চপ্যাড খালি করা থেকে যুদ্ধ বিমান পিওকে-তে পাঠানো— এসবের পরও পাক সেনা এবং আইএসআই ঠাহর করতে পারছে না কোন পথে হবে ভারতের প্রত‍্যাঘাত। আর তাই নিজের অবস্থানে টিকে থাকতে পারছে না টিআরএফ-ও।