Indian Railway | mileage: গাড়ি-বাইকের মাইলেজের তো খোঁজ রাখেন, কিন্তু ট্রেন? ১ কিলোমিটার যেতে কত লাগে ডিজেল?

Last Updated:
Train Mileage:প্রতিদিন কোটি কোটি ভারতীয় তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য দেশে ট্রেনের উপরে নির্ভর করেন। তবে বেশিরভাগ লোকই ভারতীয় রেল বা ট্রেন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জনেনই না। ১ লিটার ডিজেলে ট্রেন কত কিলোমিটার চলে জানেন?
1/6
ব্যক্তিগত, গাড়ি-বাইক হোক, কী, ট্রাক, বাস। প্রতিটা যানবাহনেরই নিজস্ব মাইলেজ রয়েছে। অর্থাৎ, এক লিটার পেট্রোল ও ডিজেলে গাড়ির ট্যাঙ্কে ঢাললে, তা কতদূর পর্যন্ত যেতে পারে, তা জানা যায়। কিন্তু ভেবে দেখেছেন ট্রেনের মাইলেজ কত?
ব্যক্তিগত, গাড়ি-বাইক হোক, কী, ট্রাক, বাস। প্রতিটা যানবাহনেরই নিজস্ব মাইলেজ রয়েছে। অর্থাৎ, এক লিটার পেট্রোল ও ডিজেলে গাড়ির ট্যাঙ্কে ঢাললে, তা কতদূর পর্যন্ত যেতে পারে, তা জানা যায়। কিন্তু ভেবে দেখেছেন ট্রেনের মাইলেজ কত?
advertisement
2/6
যানবাহনের মতো, ট্রেনের মাইলেজও অনেকগুলি কারণের উপরে নির্ভর করে। এর সঙ্গে অনেকগুলি বিষয়ের মান যুক্ত থাকে। ট্রেনের মাইলেজ সরাসরি বলা খুবই কঠিন, কারণ ট্রেনের মাইলেজ নির্ভর করে রুট, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস বা ট্রেনের বগির সংখ্যার উপরে।
যানবাহনের মতো, ট্রেনের মাইলেজও অনেকগুলি কারণের উপরে নির্ভর করে। এর সঙ্গে অনেকগুলি বিষয়ের মান যুক্ত থাকে। ট্রেনের মাইলেজ সরাসরি বলা খুবই কঠিন, কারণ ট্রেনের মাইলেজ নির্ভর করে রুট, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস বা ট্রেনের বগির সংখ্যার উপরে।
advertisement
3/6
একটি ট্রেনের মাইলেজের সবচেয়ে বড় ফ্যাক্টর হল ট্রেনটিতে কতগুলি বগি রয়েছে। কম বগি থাকলে, ইঞ্জিনে খুব বেশি লোড পড়ে না। সেক্ষেত্রে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি পায়। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনের মাইলেজ প্রতি ঘণ্টার ভিত্তিতে গণনা করা হয়। (ছবি রেল মন্ত্রণালয় টুইটার)
একটি ট্রেনের মাইলেজের সবচেয়ে বড় ফ্যাক্টর হল ট্রেনটিতে কতগুলি বগি রয়েছে। কম বগি থাকলে, ইঞ্জিনে খুব বেশি লোড পড়ে না। সেক্ষেত্রে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি পায়। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনের মাইলেজ প্রতি ঘণ্টার ভিত্তিতে গণনা করা হয়। (ছবি রেল মন্ত্রণালয় টুইটার)
advertisement
4/6
কোনও কোনও প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ট্রেনে ২৪-২৫টি বগি থাকে, সেই সব ট্রেনে ১ কিলোমিটারের জন্য ৬ লিটার ডিজেল খরচ হয়। কিন্তু, সুপারফাস্ট ট্রেনের তুলনায় যাত্রিবাহী লোকাল ট্রেনে ডিজেলের খরচ বেশি।
কোনও কোনও প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ট্রেনে ২৪-২৫টি বগি থাকে, সেই সব ট্রেনে ১ কিলোমিটারের জন্য ৬ লিটার ডিজেল খরচ হয়। কিন্তু, সুপারফাস্ট ট্রেনের তুলনায় যাত্রিবাহী লোকাল ট্রেনে ডিজেলের খরচ বেশি।
advertisement
5/6
একটি লোকাল যাত্রিবাহী ট্রেন ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ৫-৬ লিটার ডিজেল লাগে। কারণ, লোকাল ট্রেনকে বারবার অনেক স্টেশনে থামতে হয়।
একটি লোকাল যাত্রিবাহী ট্রেন ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ৫-৬ লিটার ডিজেল লাগে। কারণ, লোকাল ট্রেনকে বারবার অনেক স্টেশনে থামতে হয়।
advertisement
6/6
অন্যদিকে, ১২টি কোচ বিশিষ্ট একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ১ কিলোমিটার যেতে খরচ করে প্রায় ৪.৫ লিটার ডিজেল। ট্রেনের মাইলেজও ইঞ্জিনের শক্তির উপরে নির্ভর করে, যার মধ্যে রয়েছে ঘন ঘন ব্রেক কষা, কোনও উচ্চতায় উঠছে কি না, ট্রেনে ভার কত রয়েছে তার উপরে।
অন্যদিকে, ১২টি কোচ বিশিষ্ট একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ১ কিলোমিটার যেতে খরচ করে প্রায় ৪.৫ লিটার ডিজেল। ট্রেনের মাইলেজও ইঞ্জিনের শক্তির উপরে নির্ভর করে, যার মধ্যে রয়েছে ঘন ঘন ব্রেক কষা, কোনও উচ্চতায় উঠছে কি না, ট্রেনে ভার কত রয়েছে তার উপরে।
advertisement
advertisement
advertisement