দু’পা দিয়ে ঢেকেছেন শরীর! প্রকাশ্য সমুদ্রতটে প্রিয়াঙ্কার দেহে পোশাক নেই বললেই চলে

Last Updated:
সমুদ্রের বালিতে রোদ মেখে বিকিনিতে সাহসী প্রিয়াঙ্কা বসে রয়েছেন, নির্মেদ মোলায়েম পা দু’টি বুকের কাছে জড়ো করা।
1/7
• তারকা মানেই তাঁর সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সাফল্য, খ্যাতি, জনপ্রিয়তা, ফ্যানদের ভালবাসা, লাক্সারি লাইফস্টাইল...৷ আবার পাশাপাশি রয়েছে বিতর্ক, সমালোচনা, খ্যাতির বিড়ম্বনাও ৷ কোনও ছবি বা কমেন্ট পোস্ট করলেই তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তারকা মানেই তাঁর সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সাফল্য, খ্যাতি, জনপ্রিয়তা, ফ্যানদের ভালবাসা, লাক্সারি লাইফস্টাইল...৷ আবার পাশাপাশি রয়েছে বিতর্ক, সমালোচনা, খ্যাতির বিড়ম্বনাও ৷ কোনও ছবি বা কমেন্ট পোস্ট করলেই তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• তবে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করতে গেলে সাহস দরকার ৷ আর সেটা যথেষ্ট পরিমাণেই আছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করতে গেলে সাহস দরকার ৷ আর সেটা যথেষ্ট পরিমাণেই আছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• সাত বছরের বিবাহিত জীবনে দাঁড়ি টেনে বেরিয়ে এসেছেন ছেলে সহজের হাত ধরে ৷ একাই মানুষ করছেন ছেলেকে ৷ সিঙ্গল মাদার প্রিয়াঙ্কা আবার টলিউডেও নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সাত বছরের বিবাহিত জীবনে দাঁড়ি টেনে বেরিয়ে এসেছেন ছেলে সহজের হাত ধরে ৷ একাই মানুষ করছেন ছেলেকে ৷ সিঙ্গল মাদার প্রিয়াঙ্কা আবার টলিউডেও নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• শোনা যায়, টলিপাড়ার নামজাদা সেলিব্রিটি ফোটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে এখন চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা ৷ তবে সেই বিশেষ বন্ধুর কথা সর্বসমক্ষে স্বীকার করেন না নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• শোনা যায়, টলিপাড়ার নামজাদা সেলিব্রিটি ফোটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে এখন চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা ৷ তবে সেই বিশেষ বন্ধুর কথা সর্বসমক্ষে স্বীকার করেন না নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• সাহসী প্রিয়াঙ্কা শুধুই চরিত্রে নয়, পোশাকেও যথেষ্ট প্রমাণ দেন সাহসীকতার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সাহসী প্রিয়াঙ্কা শুধুই চরিত্রে নয়, পোশাকেও যথেষ্ট প্রমাণ দেন সাহসীকতার ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• সমুদ্রের বালিতে রোদ মেখে বিকিনিতে সাহসী প্রিয়াঙ্কা বসে রয়েছেন, নির্মেদ মোলায়েম পা দু’টি বুকের কাছে জড়ো করা। এই ছবিই তথাগত সম্প্রতি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সমুদ্রের বালিতে রোদ মেখে বিকিনিতে সাহসী প্রিয়াঙ্কা বসে রয়েছেন, নির্মেদ মোলায়েম পা দু’টি বুকের কাছে জড়ো করা। এই ছবিই তথাগত সম্প্রতি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• ছবির সঙ্গে ক্যাপশনটিও আকর্ষণীয় । তথাগত লিখেছেন, ‘‘সমুদ্রের ওপারে কোথাও / কেউ আমার খোঁজ করছে’’ যা বিপুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম ৷
• ছবির সঙ্গে ক্যাপশনটিও আকর্ষণীয় । তথাগত লিখেছেন, ‘‘সমুদ্রের ওপারে কোথাও / কেউ আমার খোঁজ করছে’’ যা বিপুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement