Shanidev: শনিদেবের অভিশাপে জীবন ছারখার? 'এই' সবুজ পাতাতেই কাটবে ফাঁড়া, হনুমানজি খুশি হলেই সাড়ে সাতি-ঢাইয়া থেকে মুক্তি
- Written by:Trending Desk
- local18
- Published by:Riya Das
Last Updated:
Shanidev: যে ভক্ত হনুমানজির আশীর্বাদ পান, তাঁর জীবন থেকে সমস্ত দুঃখ, যন্ত্রণা এবং রোগ দূর হয়ে যায়। এমনকি শনির সাড়ে সাতি ও ঢাইয়ার নেতিবাচক প্রভাবও তাঁর উপর অকার্যকর হয়ে পড়ে। শনিদেবের প্রভাব এড়ানোর উপায় আছে একমাত্র হনুমানজির কাছেই!
advertisement
advertisement
সবচেয়ে বড় কথা, তিনি শনিকে উদ্ধারও করেছেন রাবণের কারাগার থেকে। ব্রহ্মার বরে রাবণ ছিলেন দেবতাদেরও অবধ্য, নবগ্রহকে তিনি নিজের কারাগারে বন্দি করে রেখেছিলেন। হনুমান তাঁদের উদ্ধার করলে সবাই এই কথা দেন যে যিনি হনুমানের পুজো করবেন, তাঁর গ্রহদোষ বলে কিছু থাকবে না। জ্যোতিষশাস্ত্রে গ্রহদোষ থেকে মুক্তি পেতে এবং হনুমানজিকে খুশি করার জন্য অনেক উপায় বলা হয়েছে, যার মধ্যে একটি বিশেষ প্রতিকার পানপাতার সঙ্গে সম্পর্কিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement











