ভয়াবহ বন্যার হাত থেকে কাজিরাঙাকে বাঁচাতে ৩২ কিমি কৃত্রিম উঁচু জমি তৈরি করবে অসম সরকার

Last Updated:
ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে থাকবে এই জমি । যাতে বন্যার সময় সমস্ত পশুরা এ উপর আশ্রয় নিতে পারে ।
1/7
• প্রতি বছর চিত্রটা প্রায় একই । বর্ষা এলেই বানভাসী হয় অসম । এ বছরও তার ব্যতিক্রম নয় । আর এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয় অবলা বন্যপ্রাণীদের ।
• প্রতি বছর চিত্রটা প্রায় একই । বর্ষা এলেই বানভাসী হয় অসম । এ বছরও তার ব্যতিক্রম নয় । আর এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয় অবলা বন্যপ্রাণীদের ।
advertisement
2/7
• অসমের বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান প্রায় প্রতি বছরই চলে যায় জলের নীচে । ফলে অগুণতি বন্যপ্রাণীর মৃত্যু ঘটে । এ বছরও বন্যায় ৯টি গন্ডার ও ৮২টি হরিণের মৃত্যু হয়েছে ।
• অসমের বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান প্রায় প্রতি বছরই চলে যায় জলের নীচে । ফলে অগুণতি বন্যপ্রাণীর মৃত্যু ঘটে । এ বছরও বন্যায় ৯টি গন্ডার ও ৮২টি হরিণের মৃত্যু হয়েছে ।
advertisement
3/7
• তাই এই সমস্যার থেকে দ্রুত মুক্তির পথ খুঁজছে অসম সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজিরাঙার মধ্যেই বানানো হবে ৩২ কিমি কৃত্রিম জমি ।
• তাই এই সমস্যার থেকে দ্রুত মুক্তির পথ খুঁজছে অসম সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজিরাঙার মধ্যেই বানানো হবে ৩২ কিমি কৃত্রিম জমি ।
advertisement
4/7
• ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে থাকবে এই জমি । যাতে বন্যার সময় সমস্ত পশুরা এ উপর আশ্রয় নিতে পারে ।
• ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে থাকবে এই জমি । যাতে বন্যার সময় সমস্ত পশুরা এ উপর আশ্রয় নিতে পারে ।
advertisement
5/7
• প্রাকৃতিকভাবে সৃষ্ট ২০ কিমি উঁচু জমি রয়েছে কাজিরাঙায় । এছাড়াও ১৪৪টি কৃত্রিম হাইল্যান্ড-ও রয়েছে । এর মধ্যে ১১১টি তৈরি করা হয়েছিল ১৯৯০ সালে । বাকি ৩৩টি ২০১৯-এ তৈরি হয় ।
• প্রাকৃতিকভাবে সৃষ্ট ২০ কিমি উঁচু জমি রয়েছে কাজিরাঙায় । এছাড়াও ১৪৪টি কৃত্রিম হাইল্যান্ড-ও রয়েছে । এর মধ্যে ১১১টি তৈরি করা হয়েছিল ১৯৯০ সালে । বাকি ৩৩টি ২০১৯-এ তৈরি হয় ।
advertisement
6/7
• কিন্তু বিশাল সংখ্যক বন্যপ্রাণীকে আশ্রয় দেওয়ার জন্য সেই হাইল্যান্ড গুলি যথেষ্ট নয় ।
• কিন্তু বিশাল সংখ্যক বন্যপ্রাণীকে আশ্রয় দেওয়ার জন্য সেই হাইল্যান্ড গুলি যথেষ্ট নয় ।
advertisement
7/7
• সে কারণেই নতুন এই ৩২ কিমি দীর্ঘ উঁচু জমিটি তৈরি করতে চলেছে অসম সরকার । এটিই হতে চলেছে জাতীয় উদ্যানের সবচেয়ে বড় হাইল্যান্ড ।
• সে কারণেই নতুন এই ৩২ কিমি দীর্ঘ উঁচু জমিটি তৈরি করতে চলেছে অসম সরকার । এটিই হতে চলেছে জাতীয় উদ্যানের সবচেয়ে বড় হাইল্যান্ড ।
advertisement
advertisement
advertisement