

প্রধানমন্ত্রী কিষান সম্মাব নিধি স্কিমে ৯.৮৫ কোটি মানুষ লাভ পেয়েছেন ৷ মোদি সরকার অগাস্ট থেকে ছয় কিস্তিতে ২০০০ টাকা করে দিতে শুরু করবেন ১ অগাস্ট থেকে ৷ এর আগে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বরে এক গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হয়েছে ৷ সেই এসএমএসে লেখা আছে, ‘প্রিয় কৃষক আপনি আপনারে আবেদনের পরিস্থিতি PM-KISAN -র হেল্পলাইন নম্বর 011-24300606 তে কল করে জেনে নিন৷ আপনি আপনার রেজস্ট্রার নম্বর থেকে এই তথ্য জানতে পারবেন ৷ ’Photo- File


এর থেকে পরিষ্কার ,সরকার চাইছে কৃষকরা নিজেদের ফোন নম্বর দিয়ে সরাসরি কৃষি মন্ত্রালয়ের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি কৃষকের কোনওরকম অসুবিধা হয় তাহলে তারা নিজেরাই যেন সেটা বুঝে নিতে পারেন ৷ যাতে সর্বাধিক মানুষ এই আর্থিক সাহায্য পায় তাই এই প্রচেষ্টা ৷ এই স্কিমে সরকার যারা চাষবাস করছেন তাদের তিন কিস্তিতে ৬০০০ টাকা সাহায্য দিতে চায় ৷


দেশে মোট ১.৩ কোটি কৃষক আবেদন করেও এই প্রকল্প থেকে টাকা পাননি ৷ যাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁদের আধার নেই ৷ এছাড়াও কারও আবার ব্যাঙ্কের সঙ্গে আধার যোগ নেই, ফোন নম্বরে গণ্ডগোলের মতো অসুবিধাও আছে ৷ আবার কোনও আধিকারিকের গাফিলতিতে ভেরিফিকেশন আটকে গেছেও হতে পারে ৷ পিএম কিষাণ স্কিমের সিইও বিবেক আগরওয়ালের মতে অগাস্ট থেকে যে টাকা দেওয়া হবে সেটি ছটি কিস্তিতে দেওয়া হবে ৷


এই নম্বরগুলি খুবই গুরুত্বপূর্ণ যার থেকে সাহায্য পাবেন কৃষকরা -পিএম কিষাণ টোল ফ্রি নম্বর- 18001155266পিএম কিষাণ হেল্পলাইন নম্বর - 155261পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর -011—23381092, 23382401পিএম কিষাণের অন্য হেল্পলাইন নম্বর- 0120-6025109ইমেল আইডি- pmkisan-ict@gov.in


যদি এই স্কিমে নথিভুক্ত হওয়ার পরেও টাকা না পেয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির রেকর্ডে কোনও গণ্ডগোল আছে৷ তবে কয়েকটা সহজ পদক্ষেপে সেই ভুল ঠিক করে নেওয়া যায় ৷ PM-Kisan Scheme-র ওয়েবসাইট pmkisan.gov.in এ ক্লিক করে ফার্মার কর্নার বলে একটি জায়গায় যাওয়া যায় ৷ সেখানে Edit Aadhaar Details অপশনে ক্লিক করতে হবে ৷ সেখানে নিজের আধার কার্ডের তথ্য দিয়ে ক্যাপচা ফিল করে সাবমিট করতে হবে ৷