তলানিতে ভারতীয় টাকার দাম, এর ফলে আপনি কী কী ক্ষতির মুখে পড়ছেন জানেন?

Last Updated:
এক ঝড়েই বেহাল দেশের অর্থনীতি
1/7
দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে টাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম ৷ রক্তচাপ বাড়চ্ছে দেশের অর্থনীতির। অব্যাহত টাকার দামে পতন ৷ এক ঝড়েই বেহাল দেশের অর্থনীতি। স্বাধীনতার পর মার্কিন ডলারের তুলনায় সবচেয়ে নীচে টাকার দাম ৷
দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে টাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম ৷ রক্তচাপ বাড়চ্ছে দেশের অর্থনীতির। অব্যাহত টাকার দামে পতন ৷ এক ঝড়েই বেহাল দেশের অর্থনীতি। স্বাধীনতার পর মার্কিন ডলারের তুলনায় সবচেয়ে নীচে টাকার দাম ৷
advertisement
2/7
ডলারের তুলনায় ৬৮.৫০-এ থাকা টাকার দাম, এখন উর্ধ্বগামী ৷ প্রতিদিনই গড়ছে নয়া রেকর্ড ৷ গত ৭১ বছরে সবচেয়ে কমল টাকার দাম। হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার এক ডলার তুলনায় টাকার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১.৭৯ ৷
ডলারের তুলনায় ৬৮.৫০-এ থাকা টাকার দাম, এখন উর্ধ্বগামী ৷ প্রতিদিনই গড়ছে নয়া রেকর্ড ৷ গত ৭১ বছরে সবচেয়ে কমল টাকার দাম। হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার এক ডলার তুলনায় টাকার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১.৭৯ ৷
advertisement
3/7
সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে প্রশ্ন তুলছেন, কোথায় গেল আচ্ছে দিন? আর এতকিছুর পরেও, দেশের বৃদ্ধির হার ছাপিয়ে গেল ৮ শতাংশ। যার কৃতিত্ব নিতে মরিয়া মোদি সরকার। কিন্তু, যেখানে টাকার দাম দিন দিন পড়ায় বাজার চিন্তায়, সেখানে ৮ শতাংশের উপর বৃদ্ধি কীভাবে সম্ভব? প্রশ্ন অনেকেরই।
সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে প্রশ্ন তুলছেন, কোথায় গেল আচ্ছে দিন? আর এতকিছুর পরেও, দেশের বৃদ্ধির হার ছাপিয়ে গেল ৮ শতাংশ। যার কৃতিত্ব নিতে মরিয়া মোদি সরকার। কিন্তু, যেখানে টাকার দাম দিন দিন পড়ায় বাজার চিন্তায়, সেখানে ৮ শতাংশের উপর বৃদ্ধি কীভাবে সম্ভব? প্রশ্ন অনেকেরই।
advertisement
4/7
কেন্দ্রের যুক্তি, লিরা সংকটেই পড়ছে টাকার দাম। অর্থনীতি অত্যন্ত মজবুত বলেই দ্রুত তা সামাল দেওয়া যাবে। তথ্য অবশ্য সেকথা বলছে না। পরিসংখ্যানে স্পষ্ট, বিদেশি লগ্নিতে টান পড়াতেই এই অবস্থা। গত তিন মাসে বিদেশি লগ্নি কমেছে ৩৪ শতাংশ ৷ ফান্ড, শেয়ার বাজারেও কমেছে বিদেশি লগ্নি ৷ দেশ থেকে ডলার তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেড়ে চলা দামও প্রভাব ফেলছে টাকার দামের পতনে ৷
কেন্দ্রের যুক্তি, লিরা সংকটেই পড়ছে টাকার দাম। অর্থনীতি অত্যন্ত মজবুত বলেই দ্রুত তা সামাল দেওয়া যাবে। তথ্য অবশ্য সেকথা বলছে না। পরিসংখ্যানে স্পষ্ট, বিদেশি লগ্নিতে টান পড়াতেই এই অবস্থা। গত তিন মাসে বিদেশি লগ্নি কমেছে ৩৪ শতাংশ ৷ ফান্ড, শেয়ার বাজারেও কমেছে বিদেশি লগ্নি ৷ দেশ থেকে ডলার তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেড়ে চলা দামও প্রভাব ফেলছে টাকার দামের পতনে ৷
advertisement
5/7
দেশের টাকার দাম কমলে তা অর্থনীতির ধসে পড়ার জন্য যথেষ্ট ৷ অর্থনীতিবিদদের অনেকেরই বক্তব‍্য, টাকার এ ভাবে পতন হতে থাকলে সেটা দেশের অর্থনীতির পক্ষে আশঙ্কার। কারণ, তেল কেনার খরচ বাড়বে ৷ আমদানি খরচ বাড়লে পণ্যের দাম বাড়বে ৷ ফলে দাম বাড়বে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের ৷ দাম বাড়বে বাড়ি, গাড়িরও ৷ বাড়বে মুদ্রাস্ফীতি ৷
দেশের টাকার দাম কমলে তা অর্থনীতির ধসে পড়ার জন্য যথেষ্ট ৷ অর্থনীতিবিদদের অনেকেরই বক্তব‍্য, টাকার এ ভাবে পতন হতে থাকলে সেটা দেশের অর্থনীতির পক্ষে আশঙ্কার। কারণ, তেল কেনার খরচ বাড়বে ৷ আমদানি খরচ বাড়লে পণ্যের দাম বাড়বে ৷ ফলে দাম বাড়বে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের ৷ দাম বাড়বে বাড়ি, গাড়িরও ৷ বাড়বে মুদ্রাস্ফীতি ৷
advertisement
6/7
অন্যদিকে, টাকার দাম কমে যাওয়ায় বাড়তে পারে বাণিজ্য ও চলতি খাতে ঘাটতি ৷ তখন রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে ৷ ফলে ভুগবে অর্থনীতি ৷ ধাক্কা খেতে পারে বৃদ্ধির হার।
অন্যদিকে, টাকার দাম কমে যাওয়ায় বাড়তে পারে বাণিজ্য ও চলতি খাতে ঘাটতি ৷ তখন রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে ৷ ফলে ভুগবে অর্থনীতি ৷ ধাক্কা খেতে পারে বৃদ্ধির হার।
advertisement
7/7
যদিও এখনই পরিস্থিতির উন্নতির কোনও আশা দেখাতে পারছেন না অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ ২০১৯ সাল নাগাদ তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা ৷
যদিও এখনই পরিস্থিতির উন্নতির কোনও আশা দেখাতে পারছেন না অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ ২০১৯ সাল নাগাদ তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা ৷
advertisement
advertisement
advertisement