China App: মোবাইলকেই ‘অস্ত্র’ বানাচ্ছে চিন! কী প্ল্যান ওদের, কারা টার্গেট, কেনই বা এই চাল...জানুন সবটা

Last Updated:
ভারত সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই অ্যাপের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এটি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এর আগে, জাতীয় নিরাপত্তার হুমকির কারণে ভারতও টিকটক, ইউসি ব্রাউজার এবং আরও অনেক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল।
1/8
স্মার্টফোনের একটা বিশেষ অ্যাপকে অস্ত্র বানিয়েছে চিন৷ সেই অ্যাপের মাধ্যমেই হচ্ছে যাবতীয় ন্যক্কারজনক কাজ৷Generated image
স্মার্টফোনের একটা বিশেষ অ্যাপকে অস্ত্র বানিয়েছে চিন৷ সেই অ্যাপের মাধ্যমেই হচ্ছে যাবতীয় ন্যক্কারজনক কাজ৷ Generated image
advertisement
2/8
স্মার্টফোনের একটা বিশেষ অ্যাপকে অস্ত্র বানিয়েছে চিন৷ সেই অ্যাপের মাধ্যমেই হচ্ছে যাবতীয় ন্যক্কারজনক কাজ৷ Generated image
স্মার্টফোনের একটা বিশেষ অ্যাপকে অস্ত্র বানিয়েছে চিন৷ সেই অ্যাপের মাধ্যমেই হচ্ছে যাবতীয় ন্যক্কারজনক কাজ৷ Generated image
advertisement
3/8
পাকিস্তান ও চিনের একটা যৌথ খেলা! গোয়েন্দা সূত্রের খবর, চিন ও পাকিস্তানের মনস্তাত্ত্বিক অপারেশন বিশেষজ্ঞরা এই অ্যাপের পিছনে কাজ করছেন। এই অ্যাপ এখন এমন একটা অস্ত্রে পরিণত হয়েছে, যা গুলির ছাড়াই মানুষের চিন্তাভাবনা বদলে ভারতবিরোধী করার চেষ্টা করছে। Generated image
পাকিস্তান ও চিনের একটা যৌথ খেলা! গোয়েন্দা সূত্রের খবর, চিন ও পাকিস্তানের মনস্তাত্ত্বিক অপারেশন বিশেষজ্ঞরা এই অ্যাপের পিছনে কাজ করছেন। এই অ্যাপ এখন এমন একটা অস্ত্রে পরিণত হয়েছে, যা গুলির ছাড়াই মানুষের চিন্তাভাবনা বদলে ভারতবিরোধী করার চেষ্টা করছে। Generated image
advertisement
4/8
খুব সাধারণ দেখতে এই অ্যাপ৷ কিন্তু, খুললেই চক্ষুচড়কগাছ হয়ে যাবে আপনার৷ ভারতের বিতর্কিত মানচিত্র, এডিটেড ভিডিও এবং পাকিস্তানের এজেন্ডা সম্বলিত সামগ্রীতে পরিপূর্ণ। এর লক্ষ্য হল তরুণদের মনে ভারতের প্রতি অবিশ্বাস ও বিভ্রান্তি তৈরি করা। Generated image
খুব সাধারণ দেখতে এই অ্যাপ৷ কিন্তু, খুললেই চক্ষুচড়কগাছ হয়ে যাবে আপনার৷ ভারতের বিতর্কিত মানচিত্র, এডিটেড ভিডিও এবং পাকিস্তানের এজেন্ডা সম্বলিত সামগ্রীতে পরিপূর্ণ। এর লক্ষ্য হল তরুণদের মনে ভারতের প্রতি অবিশ্বাস ও বিভ্রান্তি তৈরি করা। Generated image
advertisement
5/8
এই অ্যাপের মাধ্যমে টার্গেট করা হচ্ছে মূলত উত্তরপূর্ব রাজ্যের তরুণ প্রজন্মকে৷ চিন জানে যে, উত্তর-পূর্ব ভারত কৌশলগতভাবে খুবই সংবেদনশীল। সে কারণেই ওরা আফ্রিকা, তাইওয়ান এবং হংকংয়ে যে কৌশলটি ইতিমধ্যেই ব্যবহার করেছে, সেই একই কৌশল ভারতেও ব্যবহার করতে চাইছে। এর মাধ্যমে অস্থিরতা তৈরি করাই চিনের লক্ষ্য।Generated image
এই অ্যাপের মাধ্যমে টার্গেট করা হচ্ছে মূলত উত্তরপূর্ব রাজ্যের তরুণ প্রজন্মকে৷ চিন জানে যে, উত্তর-পূর্ব ভারত কৌশলগতভাবে খুবই সংবেদনশীল। সে কারণেই ওরা আফ্রিকা, তাইওয়ান এবং হংকংয়ে যে কৌশলটি ইতিমধ্যেই ব্যবহার করেছে, সেই একই কৌশল ভারতেও ব্যবহার করতে চাইছে। এর মাধ্যমে অস্থিরতা তৈরি করাই চিনের লক্ষ্য। Generated image
advertisement
6/8
সূত্রের খবর, টিকটকের মতো কাজ করা এই অ্যাপের মাধ্যমে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বিষ ছড়াচ্ছে চিন। এই অ্যাপের মাধ্যমে চিন এখন অরুণাচল, মণিপুর, অসম এবং অন্যান্য রাজ্যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চলছে। ইনফরমেশন ওয়ারের নামে চলছে ভারতের ঘাড়ে ছুরি মারার চেষ্টা।Generated image
সূত্রের খবর, টিকটকের মতো কাজ করা এই অ্যাপের মাধ্যমে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বিষ ছড়াচ্ছে চিন। এই অ্যাপের মাধ্যমে চিন এখন অরুণাচল, মণিপুর, অসম এবং অন্যান্য রাজ্যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চলছে। ইনফরমেশন ওয়ারের নামে চলছে ভারতের ঘাড়ে ছুরি মারার চেষ্টা।Generated image
advertisement
7/8
 অ্যাপটির মাধ্যমে বারবার যে বার্তাটি প্রচার করা হচ্ছে তা হল 'দিল্লি অনেক দূরে' এবং চিন কাছাকাছি৷ এর অনেক সুবিধা থাকবে। অনেক ব্যবহারকারীকে দেশবিরোধী কন্টেন্ট শেয়ার করার জন্য অর্থ এবং ভার্চুয়াল পুরষ্কারের প্রলোভন দেখানো হচ্ছে। Generated image
অ্যাপটির মাধ্যমে বারবার যে বার্তাটি প্রচার করা হচ্ছে তা হল 'দিল্লি অনেক দূরে' এবং চিন কাছাকাছি৷ এর অনেক সুবিধা থাকবে। অনেক ব্যবহারকারীকে দেশবিরোধী কন্টেন্ট শেয়ার করার জন্য অর্থ এবং ভার্চুয়াল পুরষ্কারের প্রলোভন দেখানো হচ্ছে। Generated image
advertisement
8/8
 ভারত সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই অ্যাপের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এটি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এর আগে, জাতীয় নিরাপত্তার হুমকির কারণে ভারতও টিকটক, ইউসি ব্রাউজার এবং আরও অনেক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল।Generated image
ভারত সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই অ্যাপের কার্যকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এটি নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এর আগে, জাতীয় নিরাপত্তার হুমকির কারণে ভারতও টিকটক, ইউসি ব্রাউজার এবং আরও অনেক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। Generated image
advertisement
advertisement
advertisement