এই বোমা দিয়েই বালাকোট এয়ারস্ট্রাইকে একাধিক জঙ্গিঘাঁটি ধূলিসাৎ হয়েছে, চিনও রীতিমত ভয়ে কাঁপে

Last Updated:
1/6
২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একাধিক ধাঁটি উড়িয়ে দেওয়া হয়েছিল মিরাজ ২০০০ স্পাইস দিয়ে ৷ একেই ভারতীয় বায়ুসেনার সব থেকে পছন্দের হাতিয়ার ৷ বায়ুসেনা মনে করে এই হাতিয়ারের ফলে পাকিস্তান ও চিনের সীমায় শান্তি বডায় রাখতে বিশে, সাহায্য করবে ৷ এরফলে স্পাইস ২০০০ কেমন করে মুহূর্তেই শত্রুঘাঁটি বরবাদ করে দেয় ৷ প্রতীকী ছবি ৷
২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একাধিক ধাঁটি উড়িয়ে দেওয়া হয়েছিল মিরাজ ২০০০ স্পাইস দিয়ে ৷ একেই ভারতীয় বায়ুসেনার সব থেকে পছন্দের হাতিয়ার ৷ বায়ুসেনা মনে করে এই হাতিয়ারের ফলে পাকিস্তান ও চিনের সীমায় শান্তি বডায় রাখতে বিশে, সাহায্য করবে ৷ এরফলে স্পাইস ২০০০ কেমন করে মুহূর্তেই শত্রুঘাঁটি বরবাদ করে দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
এই স্পাইস ২০০০ এর প্রধান বৈশিষ্ট্য এই কোনও সাধারণ বোমা নয় ৷ এই হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য দুধরনের হবে ৷ প্রথম অংশে স্টোরডর্সের পরবর্তী অংশের সঙ্গে সংযুক্ত করা হয় এর পিছনের অংশে জুড়ে দিতে হয় ৷ কিটের সামনে দিকে একটি ক্যামেরা লাগানো থাকে ৷ যা লক্ষ অবিচল রেখে ক্রমাগত এগিয়ে যায় ৷ এর দ্বিতীয় ভাগে একটি ডেটা চিপ থাকে ৷ যা স্পাইস-২০০০ বোমা ফেলার সঠিক সময়ে বলে থাকে ৷ SPICE এর সম্পূর্ণ অর্থ Smart, Precise Impact, Cost-Effective (সপ্রতিভ, দারুণ প্রভাব, সস্তায়) বলে মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
এই স্পাইস ২০০০ এর প্রধান বৈশিষ্ট্য এই কোনও সাধারণ বোমা নয় ৷ এই হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য দুধরনের হবে ৷ প্রথম অংশে স্টোরডর্সের পরবর্তী অংশের সঙ্গে সংযুক্ত করা হয় এর পিছনের অংশে জুড়ে দিতে হয় ৷ কিটের সামনে দিকে একটি ক্যামেরা লাগানো থাকে ৷ যা লক্ষ অবিচল রেখে ক্রমাগত এগিয়ে যায় ৷ এর দ্বিতীয় ভাগে একটি ডেটা চিপ থাকে ৷ যা স্পাইস-২০০০ বোমা ফেলার সঠিক সময়ে বলে থাকে ৷ SPICE এর সম্পূর্ণ অর্থ Smart, Precise Impact, Cost-Effective (সপ্রতিভ, দারুণ প্রভাব, সস্তায়) বলে মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
লক্ষ্যে আঘাত হানার আগে ঠিক রোডম্যাপ প্রস্তুত করতে হয় ৷ লক্ষ্যে আঘাত আনতে ঠিক কতখানি উচ্চতা থেকে বোমা ফেলতে হবে এবং কোন অবিমুখে সেটি যাবে ৷ এই মর্মে একটি মেমারি চিপে সংযুক্ত করতে হবে ৷ এই ডেটায় GPS এবং লক্ষ সংক্রান্ত সঠিক বিবরণ দিতে সাহায্য করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
লক্ষ্যে আঘাত হানার আগে ঠিক রোডম্যাপ প্রস্তুত করতে হয় ৷ লক্ষ্যে আঘাত আনতে ঠিক কতখানি উচ্চতা থেকে বোমা ফেলতে হবে এবং কোন অবিমুখে সেটি যাবে ৷ এই মর্মে একটি মেমারি চিপে সংযুক্ত করতে হবে ৷ এই ডেটায় GPS এবং লক্ষ সংক্রান্ত সঠিক বিবরণ দিতে সাহায্য করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
বালাকোটের এয়ারসট্রাইক থেকে যে খবর সামনে এসেছে যে লক্ষ্যে আঘাত হানেনি ৷ স্পাইস ২০০০ এই বৈশিষ্ট্য হল যে GPS এর সাহায্যে মাঝরাস্তায় অভিমুখ বদলাতে পারে ৷ তাই মিরাজের মাধ্যমে বালাকোটে লক্ষ্যে আঘাত হানার সম্পূর্ণ সম্ভাবনাই রয়েছে ৷ উন্নত মানের প্রযুক্তির সাহায্যে শেষ মুহূর্ত পর্যন্ত আপডেট রাখা যায় ৷ ভারত যে স্পাইস ২০০০ ব্যবহার করে ওজন ৯০০ কিমি পর্যন্ত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বালাকোটের এয়ারসট্রাইক থেকে যে খবর সামনে এসেছে যে লক্ষ্যে আঘাত হানেনি ৷ স্পাইস ২০০০ এই বৈশিষ্ট্য হল যে GPS এর সাহায্যে মাঝরাস্তায় অভিমুখ বদলাতে পারে ৷ তাই মিরাজের মাধ্যমে বালাকোটে লক্ষ্যে আঘাত হানার সম্পূর্ণ সম্ভাবনাই রয়েছে ৷ উন্নত মানের প্রযুক্তির সাহায্যে শেষ মুহূর্ত পর্যন্ত আপডেট রাখা যায় ৷ ভারত যে স্পাইস ২০০০ ব্যবহার করে ওজন ৯০০ কিমি পর্যন্ত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
ইজরায়েলে প্রস্তুত স্পাইস বোমা সব থেকে বড় বোমা ৷ এরই ব্যবহার ভারতীয় সেনা করে থাকে ৷ ৬০ কিমি এলাকা পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ৷ প্রতীকী ছবি ৷
ইজরায়েলে প্রস্তুত স্পাইস বোমা সব থেকে বড় বোমা ৷ এরই ব্যবহার ভারতীয় সেনা করে থাকে ৷ ৬০ কিমি এলাকা পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement