গর্বের উল্লাস ! প্রথম মেক ইন ইন্ডিয়া T18 এর ট্রায়াল রান, দুর্বার গতিতে স্বপ্নপূরণ

Last Updated:
1/8
দেশের প্রথম মেক ইন ইন্ডিয়ার প্রথম ট্রায়াল রানে নেমেছে Train 18 বা T-18 ৷ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেন মুরাদাবাদ থেকে নজিরাবাদের উদ্দেশে রওনা হয়েছে ৷ আরডিএসিও আর চেন্নাইয়ের একটি সংস্থার ইঞ্জিনিয়ারিং টিমের তত্ত্বাবধানে আজ প্রথম পর্যায়ে T-18, ঘণ্টায় ৩০ কিমি গতিবেগ, তারপরে ঘণ্টায় ৬০, ৯০ ও ১৩০ কিমি বেগে ছুটবে ৷ এই ট্রেনে যে অত্যাধুনিক সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল ৷ ছবি সংগৃহীত ৷
দেশের প্রথম মেক ইন ইন্ডিয়ার প্রথম ট্রায়াল রানে নেমেছে Train 18 বা T-18 ৷ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ট্রেন মুরাদাবাদ থেকে নজিরাবাদের উদ্দেশে রওনা হয়েছে ৷ আরডিএসিও আর চেন্নাইয়ের একটি সংস্থার ইঞ্জিনিয়ারিং টিমের তত্ত্বাবধানে আজ প্রথম পর্যায়ে T-18, ঘণ্টায় ৩০ কিমি গতিবেগ, তারপরে ঘণ্টায় ৬০, ৯০ ও ১৩০ কিমি বেগে ছুটবে ৷ এই ট্রেনে যে অত্যাধুনিক সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/8
রেলের সিনিয়র ইঞ্জিনিয়র এল নরসীমা জানিয়েছেন ট্রেন ট্রায়ালের জন্য একদম প্রস্তুত ৷ এই ট্রেনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যাতে যাত্রীরা ট্রেনে যাত্রা করার সময়ে সব থেকে বেশি সুবিধা পাওয়া যাবে ৷ ছবি সংগৃহীত ৷
রেলের সিনিয়র ইঞ্জিনিয়র এল নরসীমা জানিয়েছেন ট্রেন ট্রায়ালের জন্য একদম প্রস্তুত ৷ এই ট্রেনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যাতে যাত্রীরা ট্রেনে যাত্রা করার সময়ে সব থেকে বেশি সুবিধা পাওয়া যাবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/8
প্রতিটি কামরায় থাকছে ওয়াইফাই সঙ্গে অডিও স্ক্রিনও ৷ থাকছে ঝাঁ চকচকে এক্সজিকিউটিভ কামরা যা ৩৬০ ডিগ্রী ঘুরবে ৷ বেশিরভাগই এই ট্রেনকে ট্রায়ালে রাখা হয়েছে ৷ আগামী মঙ্গলবার থেকে বেশিরভাগেরই ট্রায়াল শুরু হবে ৷ ছবি সংগৃহীত ৷
প্রতিটি কামরায় থাকছে ওয়াইফাই সঙ্গে অডিও স্ক্রিনও ৷ থাকছে ঝাঁ চকচকে এক্সজিকিউটিভ কামরা যা ৩৬০ ডিগ্রী ঘুরবে ৷ বেশিরভাগই এই ট্রেনকে ট্রায়ালে রাখা হয়েছে ৷ আগামী মঙ্গলবার থেকে বেশিরভাগেরই ট্রায়াল শুরু হবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/8
চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতে (ICF) কোচ প্রস্তুত হয়েছে ৷ T-18 আপাতত RDSO এর অধীনে আইআরডিএসও আধিকারিকেরা উন্নত মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতে (ICF) কোচ প্রস্তুত হয়েছে ৷ T-18 আপাতত RDSO এর অধীনে আইআরডিএসও আধিকারিকেরা উন্নত মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/8
যাত্রীদের জন্য অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসেছে T18, থাকবে অটমেটিক দরজা, ট্রেন দাঁড়ান ও চলার সময়ে খুলে যাবে ও বন্ধ থাকবে ৷ এই ট্রেনের ভিতরে ও বাইরে সিসিটিভিও থাকছে ৷ ছবি সংগৃহীত ৷
যাত্রীদের জন্য অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসেছে T18, থাকবে অটমেটিক দরজা, ট্রেন দাঁড়ান ও চলার সময়ে খুলে যাবে ও বন্ধ থাকবে ৷ এই ট্রেনের ভিতরে ও বাইরে সিসিটিভিও থাকছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/8
T18 ১০০ কিমি ট্র্যাকের মধ্যে শুরু হচ্ছে ট্রায়াল ৷ ছবি সংগৃহীত ৷
T18 ১০০ কিমি ট্র্যাকের মধ্যে শুরু হচ্ছে ট্রায়াল ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/8
T18 শতাব্দী এক্সপ্রেসের স্থলাভিসিক্ত হয়েছে ৷ T18 বিশেষ ১৬ কামরা বিশিষ্ট, ৪টি কামরা থাকবে একটি আসন বিশিষ্ট গাড়ির দুদিকেই থাকবে ইঞ্জিন ৷ ছবি সংগৃহীত ৷
T18 শতাব্দী এক্সপ্রেসের স্থলাভিসিক্ত হয়েছে ৷ T18 বিশেষ ১৬ কামরা বিশিষ্ট, ৪টি কামরা থাকবে একটি আসন বিশিষ্ট গাড়ির দুদিকেই থাকবে ইঞ্জিন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/8
প্রাথমিক ভাবে T18 এর গতিবেগের উপর বিশেষ নজর রাখা হবে ৷ ১৬০ কিমি বেগে গাড়ি চললে ব্রেক কষলে কতদূরে গিয়ে থামবে ৷ এই সব দেখার পরেই মিলবে প্রাথমিক অনুমোদন ৷ ছবি সংগৃহীত ৷
প্রাথমিক ভাবে T18 এর গতিবেগের উপর বিশেষ নজর রাখা হবে ৷ ১৬০ কিমি বেগে গাড়ি চললে ব্রেক কষলে কতদূরে গিয়ে থামবে ৷ এই সব দেখার পরেই মিলবে প্রাথমিক অনুমোদন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement