গতকালই ভয়ঙ্কর সন্ত্রাসবাদের শিকার হয়েছে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানেরা ৷ এই সন্ত্রাসবাদী হামলায় শহিদ হয়েছেন উত্তরপ্রদেশের কানপুরের সিআর পিএফ জওয়ান শ্যামবাবু ৷ এই ঘটনায় নিহত হয়েছেন ৪২ জন জওয়ান ৷ সারা দেশ আগুনে পেটে পড়েছে ৷ শহিদের পরিবারের লোকেরা শোকের মুহ্যমান হয়েছে ৷ চোখের জল আর বাঁধ মানছেনা ৷ শহিদ পরিবারের পক্ষ থেকে এই সন্ত্রাসবাদের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার দাবি করা হয়েছে ৷
পুলওয়ামায় হামলায় শহিদ হয়েছেন প্রদীপ যাদবও ৷ শহিদ প্রদীপ যাদবের মাসত্যুতো ভাই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৷ সন্ত্রাসবাদের দিন দুপুরেই বউদির সঙ্গে শেষবারের মত কথা বলেছিলেন আর সন্ধেবেলায় শহিদ হওয়ার খবর আসে বাড়িতে যা কেউই ভাবতে পারেননি ৷ এই রকমের প্রাণঘাতী হামলায় প্রাণ হারিয়েছে ৷ ১০ ফেব্রুয়ারি প্রদীপ যাদব ছুটিয়ে কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন ৷ (রিপোর্ট সৌরভ মিশ্র) ৷