Pahalgam Terror Attack: যে কোনও সময়ে জঙ্গি হামলা হতে পারে শ্রীনগর আর জম্মুর জেলে! জারি হাই অ্যালার্ট

Last Updated:
যে কোনও মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে শ্রীনগরের সেন্ট্রাল জেল এবং জম্মুর কোট বালওয়াল জেলে। এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই কারাগারগুলিতে।
1/6
 যে কোনও মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে শ্রীনগরের সেন্ট্রাল জেল এবং জম্মুর কোট বালওয়াল জেলে। এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই কারাগারগুলিতে।
যে কোনও মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে শ্রীনগরের সেন্ট্রাল জেল এবং জম্মুর কোট বালওয়াল জেলে। এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই কারাগারগুলিতে।
advertisement
2/6
 এই জেলগুলিতে বেশ কিছু বড় মাপের জঙ্গিদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি করতে চাইছে না প্রশাসন।
এই জেলগুলিতে বেশ কিছু বড় মাপের জঙ্গিদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে। তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি করতে চাইছে না প্রশাসন।
advertisement
3/6
 গোয়েন্দা সূত্রে খবর, শ্রীনগরের সেন্ট্রাল জেল এবং জম্মুর কোট বাওয়ালের জেলে জঙ্গি হামলা হতে পারে। সেই ক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি নিতে নারাজ জেল কর্তৃপক্ষ।
গোয়েন্দা সূত্রে খবর, শ্রীনগরের সেন্ট্রাল জেল এবং জম্মুর কোট বাওয়ালের জেলে জঙ্গি হামলা হতে পারে। সেই ক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি নিতে নারাজ জেল কর্তৃপক্ষ।
advertisement
4/6
সূত্রের তরফে আরও বলা হয়েছে যে, একাধিক খচ্চর চালকের গতিবিধির উপর প্রযুক্তির সাহায্য নিয়ে নজরদারি চালানো হচ্ছে। সন্ত্রাসবাদী প্রতিষ্ঠানগুলির সঙ্গে তাঁদের যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য তাঁদের মোবাইল ডেটা, কল ডিটেলস এবং লোকেশন হিস্ট্রিও পরীক্ষা করে দেখা হচ্ছে। (Photo: AP)
জোরদার করা হয়েছে গোটা জেল এবং তার সংলগ্ন এলাকার নিরাপত্তা। গোটা চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীদের সংখ্যা।
advertisement
5/6
একাধিক খচ্চর চালক হেফাজতে: তথ্য বলছে যে, জিজ্ঞাসাবাদের সময় কিছু কিছু খচ্চর চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে। একে অপরের সঙ্গে মিলছে না তাঁদের বয়ান। এর জেরে তাঁদের ভূমিকা নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি কিছু সন্দেহভাজন চালককে আটক করেছে। তাঁদের জেরা করা হচ্ছে। (Photo: AP)
২০২৩ সালে আধাসেনার থেকে কেন্দ্রীয় বাণিজ্যিক নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফের কাছে শ্রীনগর জেলের নিরাপত্তার ভার চলে যায়। এই হামলার খবর পেয়েই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন সিআইএসএফের ডিজি।
advertisement
6/6
 ইতিমধ্যেই জেলে থাকা দুই জঙ্গি নিসার এবং মুস্তাককে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই দুই জঙ্গিও সম্ভবত পহেলগাম নাশকতার পরিকল্পনা ছক কষে থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইতিমধ্যেই জেলে থাকা দুই জঙ্গি নিসার এবং মুস্তাককে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই দুই জঙ্গিও সম্ভবত পহেলগাম নাশকতার পরিকল্পনা ছক কষে থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
advertisement
advertisement
advertisement