এআই-ডিপফেকের ফাঁদে পড়ে শেষ ১৯ বছরের ছাত্র! নিজের বোনেদেরও বানানো হয় ভিডিও! — ব্ল্যাকমেলে হার মানল কিশোর!

Last Updated:
ফরিদাবাদের পুরনো এলাকার বাসেলওয়া কলোনির ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র এআই-তৈরি ডিপফেক ভিডিও ও ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
1/8
Photo- Representative
ফরিদাবাদের পুরনো এলাকার বাসেলওয়া কলোনির ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র এআই-তৈরি ডিপফেক ভিডিও ও ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
advertisement
2/8
এক ব্যাপক ডেটা ব্রিচ বা তথ্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছেন নিরাপত্তা গবেষকরা। এই তথ্য লঙ্ঘনের ফলে গোটা বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন লগ-ইন ক্রেডেনশিয়াল বিপদের মুখে পড়ে গিয়েছে। ফাঁস হওয়া ডেটা আবার Google, Facebook, Apple এবং অন্যান্য অগণিত পরিষেবার মতো ডেটা প্ল্যাটফর্মে ইউজার ডেটা ছড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে চলা গবেষণায় এই বিষয়টি প্রথম আবিষ্কার করেছেন CyberNews গবেষকরা। আর এটাই ইতিহাসের সবথেকে বড় ক্রেডেনশিয়াল লিক বলে আখ্যা পেয়েছে।
এই ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। অভিযোগ, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রের কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করেছিল, ওই টাকা না দিলে তাঁর ও তার বোনেদের ডিপফেক ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।
advertisement
3/8
একই সঙ্গে ভুয়ো ইমেল আইডির সঙ্গে তাঁর যোগসূত্রও পরিষ্কার হয়ে যায় পুলিশের কাছে। বর্তমানে রেনে পুলিশের আওতায়৷ এই ঘটনার সঙ্গে জড়িয়ে সমস্ত দিক পর্যবেক্ষণ করে দেখছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রটি স্থানীয় এক কলেজে বি.কম পড়ত এবং গত দশ দিন ধরে ক্রমাগত মানসিক নির্যাতন ও মানসিক চাপে ভুগছিল।
advertisement
4/8
কী সেই নতুন ফাঁদ? আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো সোশ্যাল সাইটগুলিকেই ব্যবহার করছে অপরাধীরা। প্রথমে একটি লিঙ্ক আসবে আপনার ইনবক্সে। একটি ইউটিউব কিংবা ফেসবুক লিঙ্ক! আপনাকে বলা হবে আপনি লাইক এবং কমেন্ট করুন আর তাতেই জিতে যান টাকা।
এনআইটি থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা ছেলেটির ফোন হ্যাক করে তাকে এক মেসেজিং অ্যাপে ব্ল্যাকমেল করা শুরু করে। “তারা ওই ছাত্র ও তার দুই বোনের মর্ফ করা ছবি ও ভিডিও বানিয়ে পাঠাত,” তিনি বলেন। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
advertisement
5/8
ঘটনার পরেই গাড়ি দাঁড় করিয়ে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে পড়েন ওই গাড়িতে থাকা তিন যাত্রী। এর জেরেই কোনও রকমে রক্ষা পান ওই তিন যাত্রী। Representative Image
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ছেলেটিকে বারবার হুমকি দিচ্ছিল, যার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষ খেয়ে আত্মহত্যা করে।পাবলিক রিলেশনস অফিসার যশপাল যাদব জানান, “পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার সময় তার মৃত্যু হয়।”পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় দুটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যাদব বলেন, “আমরা অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি, খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।”
advertisement
6/8
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থল থেকে ৮ পৃষ্ঠার একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে, যেখানে রণচোদ পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। যা এমনকি পুলিশ কর্তাদেরও চোখ কপালে তুলে দিয়েছে।
রাহুলের বাবা জানান, সাহিল নামের ওই ব্যক্তি রাহুলকে হুমকি দিয়েছিল ২০,০০০ টাকা না দিলে তার ও তার বোনদের মর্ফ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবে। এমনকি আত্মহত্যারও প্ররোচনা দিয়েছিল।
advertisement
7/8
সঞ্জয় জানান, এই ধার দেওয়ার জন্যই পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে আর সেই নিয়েও সঞ্জয় মানসিক অবসাদে ভুগছিলেন। সপরিবারে আত্মহত্যার পথ সপ্তাহ দুয়েক আগে থেকেই পরিকল্পনা করছিলেন সঞ্জয়।
পরিবার আরও সন্দেহ করছে যে, নীরজ নামের আরেকজনও এতে জড়িত থাকতে পারে। ঘটনার আগে রাহুলের শেষ ফোনালাপ ছিল তার সঙ্গেই।রাহুলের পরিবার মূলত বিহারের সিওয়ান জেলার বাসিন্দা, বহু বছর ধরে ফরিদাবাদে বসবাস করছে। বাবা মনোজ একজন গাড়িচালক, রাহুল ছিল পরিবারের একমাত্র ছেলে।
advertisement
8/8
বিয়ের পর আবার ঘনিষ্ঠতা বাড়ে৷ অনুজের স্ত্রী দিল্লিতে পড়াশোনা করতেন এবং UPSC-এর প্রস্তুতি নিচ্ছিলেন এবং এরই মধ্যে অনুজ গয়ায় তার ভাড়া বাড়িতে থাকতেন। অনুজ কাশ্যপের বিয়ের সময় সুইটির সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়, কিন্তু তাঁর স্ত্রী দিল্লিতে থাকার কারণে তাদের সম্পর্ক আবারও শুরু হয়। সুইটি কুমারী প্রায়ই তাঁর ভাড়া বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন। ঘটনার দিন, বৃহস্পতিবার রাতে সুইটি কুমারী এবং অনুজ কাশ্যপ কথা বলছিলেন, দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং মোবাইলে ভিডিও কলে তাদের ঝগড়া শুরু হয়। এই সময় রাতে ভিডিও কলে অনুজ কাশ্যপ তাঁর বান্ধবী সুইটি কুমারীর সামনে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন ।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
advertisement
advertisement
advertisement