Teacher Recruitment: আড়াই লাখের মধ্যে ১.৮০ লাখই বাইরের! বিহারের শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোরের দল! আঙুল বিজেপি জোট সরকারের দিকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Teacher Recruitment: প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির দাবি, বিহারে তিন লাখ নয়, বরং ২ লাখ ৬৮ হাজার ৫৪৮ শিক্ষকের নিয়োগ হয়েছে।
advertisement
advertisement
advertisement
তারা দুজনেই সরকারের কাছে দাবি করেছেন, শ্বেত-পত্র জারি করে জানানো হোক যে বিহারের কতজন যুবক-যুবতী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। BPSC-এর পরীক্ষা উত্তীর্ণ করে রাজ্যকর্মীর মর্যাদা পেয়েছেন এমন পূর্বে নিয়োজিত শিক্ষকদের সংখ্যা প্রায় ৯০ হাজার, কিন্তু তারা বাইরের। এছাড়া ৯০ হাজার বাইরের BPSC শিক্ষকও আছেন।
advertisement
advertisement
পিকে-র দলের অভিযোগ, বাঁকায় আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট তো হয়ইনি, বরং বিহারে PM মিত্র টেক্সটাইল পার্কের স্থাপনাও মাত্র প্রতিশ্রুতি রয়ে গেছে। সারা দেশে সাতটি টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বিহারেরই, কিন্তু নিজের রাজ্যে একটি টেক্সটাইল পার্কও আনতে পারেননি তিনি।