Teacher Recruitment: আড়াই লাখের মধ্যে ১.৮০ লাখই বাইরের! বিহারের শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোরের দল! আঙুল বিজেপি জোট সরকারের দিকে

Last Updated:
Teacher Recruitment: প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির দাবি, বিহারে তিন লাখ নয়, বরং ২ লাখ ৬৮ হাজার ৫৪৮ শিক্ষকের নিয়োগ হয়েছে।
1/6
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সব দলের মধ্যেই জোর তরজা লেগেছে। কিন্তু সেখানে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি একটি দাবিতে, শিক্ষা বিভাগে হইচই পড়ে গিয়েছে। এই দাবির পর নীতীশ সরকারের উপরও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সব দলের মধ্যেই জোর তরজা লেগেছে। কিন্তু সেখানে ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি একটি দাবিতে, শিক্ষা বিভাগে হইচই পড়ে গিয়েছে। এই দাবির পর নীতীশ সরকারের উপরও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
2/6
প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির দাবি, বিহারে তিন লাখ নয়, বরং ২ লাখ ৬৮ হাজার ৫৪৮ শিক্ষকের নিয়োগ হয়েছে। এই নিয়োগ তিন ধাপে হয়েছে এবং এর মধ্যে ১.৮০ লাখ পদে বাইরের লোক নিয়োগ হয়েছে।
প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির দাবি, বিহারে তিন লাখ নয়, বরং ২ লাখ ৬৮ হাজার ৫৪৮ শিক্ষকের নিয়োগ হয়েছে। এই নিয়োগ তিন ধাপে হয়েছে এবং এর মধ্যে ১.৮০ লাখ পদে বাইরের লোক নিয়োগ হয়েছে।
advertisement
3/6
বৃহস্পতিবার জন সুরজ দলের মুখপাত্র অমিত বিক্রম এবং মহেন্দ্র বৈঠা অভিযোগ করেছেন, ডোমিসাইল নীতি না থাকার কারণে বিহারের যুবকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জন সুরজ দলের মুখপাত্র অমিত বিক্রম এবং মহেন্দ্র বৈঠা অভিযোগ করেছেন, ডোমিসাইল নীতি না থাকার কারণে বিহারের যুবকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
advertisement
4/6
তারা দুজনেই সরকারের কাছে দাবি করেছেন, শ্বেত-পত্র জারি করে জানানো হোক যে বিহারের কতজন যুবক-যুবতী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। BPSC-এর পরীক্ষা উত্তীর্ণ করে রাজ্যকর্মীর মর্যাদা পেয়েছেন এমন পূর্বে নিয়োজিত শিক্ষকদের সংখ্যা প্রায় ৯০ হাজার, কিন্তু তারা বাইরের। এছাড়া ৯০ হাজার বাইরের BPSC শিক্ষকও আছেন।
তারা দুজনেই সরকারের কাছে দাবি করেছেন, শ্বেত-পত্র জারি করে জানানো হোক যে বিহারের কতজন যুবক-যুবতী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। BPSC-এর পরীক্ষা উত্তীর্ণ করে রাজ্যকর্মীর মর্যাদা পেয়েছেন এমন পূর্বে নিয়োজিত শিক্ষকদের সংখ্যা প্রায় ৯০ হাজার, কিন্তু তারা বাইরের। এছাড়া ৯০ হাজার বাইরের BPSC শিক্ষকও আছেন।
advertisement
5/6
এইভাবে বাইরের শিক্ষকদের সংখ্যা প্রায় ১.৮০ লাখ হয়ে যায়। অর্থাৎ বিহারের মাত্র ৮০ থেকে ৯০ হাজার যুবক-যুবতী চাকরি পেয়েছেন শিক্ষক পদে। আবাসিক এবং আধার কার্ডে জালিয়াতি করে বড় সংখ্যায় অন্য রাজ্যের লোক শিক্ষক হয়েছেন বলেও অভিযোগ প্রশান্ত কিশোরের দলের। এই সংখ্যাও প্রায় ১০ হাজার।
এইভাবে বাইরের শিক্ষকদের সংখ্যা প্রায় ১.৮০ লাখ হয়ে যায়। অর্থাৎ বিহারের মাত্র ৮০ থেকে ৯০ হাজার যুবক-যুবতী চাকরি পেয়েছেন শিক্ষক পদে। আবাসিক এবং আধার কার্ডে জালিয়াতি করে বড় সংখ্যায় অন্য রাজ্যের লোক শিক্ষক হয়েছেন বলেও অভিযোগ প্রশান্ত কিশোরের দলের। এই সংখ্যাও প্রায় ১০ হাজার।
advertisement
6/6
পিকে-র দলের অভিযোগ, বাঁকায় আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট তো হয়ইনি, বরং বিহারে PM মিত্র টেক্সটাইল পার্কের স্থাপনাও মাত্র প্রতিশ্রুতি রয়ে গেছে। সারা দেশে সাতটি টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বিহারেরই, কিন্তু নিজের রাজ্যে একটি টেক্সটাইল পার্কও আনতে পারেননি তিনি।
পিকে-র দলের অভিযোগ, বাঁকায় আল্ট্রা মেগা পাওয়ার প্রোজেক্ট তো হয়ইনি, বরং বিহারে PM মিত্র টেক্সটাইল পার্কের স্থাপনাও মাত্র প্রতিশ্রুতি রয়ে গেছে। সারা দেশে সাতটি টেক্সটাইল পার্ক তৈরি হয়েছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বিহারেরই, কিন্তু নিজের রাজ্যে একটি টেক্সটাইল পার্কও আনতে পারেননি তিনি।
advertisement
advertisement
advertisement