এদিন মনোনয়ন পর্ব পেশে সুস্মিতার (Susmita Deb)সঙ্গী ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায়। অসমের (Assam) শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা সদ্য় তৃণমূলে যোগদান করেছেন। তাঁকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দিল্লিতে পাঠিয়ে বিশেষ দায়িত্ব দিতে চাইছেন।
কেন্দ্রে বিজোপি বিরোধী প্রধান মুখ হিসেবে তৃণমূল নেত্রীই এগিয়ে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁর নেতৃত্বে রাজনীতি করতেই অসমের জনপ্রিয় নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেন। তাঁকেই উত্তর পূর্বে অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার রাজ্যসভার সাংসদ করে দলে তাঁর গুরুত্ব আরও বৃদ্ধি করা হচ্ছে।