Indian Railways: রাত সবে তিন'টে...! এসি কোচের নীল আলো ভেদ করে অদ্ভুত 'সেই' আওয়াজ, চমকে উঠলেন সবাই! ভিডিও ফাঁস হতেই নড়েচড়ে বসল রেল

Last Updated:
Indian Railways: অনেক সময় আমরা অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হই। এমনই ঘটেছে একজন ব্যক্তির সঙ্গে, তিনি মুখোমুখি হয়েছিলেন এমন এক ভয়ঙ্কর ঘটনার। রাত তিন'টের দিকে এক চা বিক্রেতা এসি কামরায় ঢোকেন।
1/5
*কম-বেশি সবাই ট্রেনে ভ্রমণ করতে ভালবাসে। পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে বলতে এবং জানালা দিয়ে সুন্দর জায়গা দেখতে দেখতে যাত্রা করার মজাই আলাদা। তার সঙ্গে হকারের বিক্রি করা চা, কফি এবং স্ন্যাকস থাকলে তো কথাই নেই। আমরা বাড়িতে যতই স্বাস্থ্যকর খাবার খাই না কেন, যখন ট্রেন যাত্রার কথা আসে, সেখানে পণ্যের গুণমানের কথা না ভেবেই সেসব খেয়ে নেন। সংগৃহীত ছবি।
*কম-বেশি সবাই ট্রেনে ভ্রমণ করতে ভালবাসে। পছন্দের মানুষের সঙ্গে কথা বলতে বলতে এবং জানালা দিয়ে সুন্দর জায়গা দেখতে দেখতে যাত্রা করার মজাই আলাদা। তার সঙ্গে হকারের বিক্রি করা চা, কফি এবং স্ন্যাকস থাকলে তো কথাই নেই। আমরা বাড়িতে যতই স্বাস্থ্যকর খাবার খাই না কেন, যখন ট্রেন যাত্রার কথা আসে, সেখানে পণ্যের গুণমানের কথা না ভেবেই সেসব খেয়ে নেন। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*তবে অনেক সময় আমরা অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হই। এমনই ঘটেছে একজন ব্যক্তির সঙ্গে, তিনি মুখোমুখি হয়েছিলেন এমন এক ভয়ঙ্কর ঘটনার। রাত তিন'টের দিকে এক চা বিক্রেতা এসি কামরায় ঢোকেন। ট্রেনটি চেন্নাই থেকে বিহার যাচ্ছিল। হঠাৎ ভোরের দিকে এক চা বিক্রেতার হাঁকডাক, চিৎকারে এক যাত্রীর ঘুম ভেঙে যায়। তিনি খুব রেগে যান স্বাভাবিকভাবেই, কারণ খুব সকালে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় তাঁকে। রাগের মাথায় কী করবেন বুঝতে না পেরে চা বিক্রেতার ওপর চড়াও হন।
*তবে অনেক সময় আমরা অদ্ভুত কিছু ঘটনার সম্মুখীন হই। এমনই ঘটেছে একজন ব্যক্তির সঙ্গে, তিনি মুখোমুখি হয়েছিলেন এমন এক ভয়ঙ্কর ঘটনার। রাত তিন'টের দিকে এক চা বিক্রেতা এসি কামরায় ঢোকেন। ট্রেনটি চেন্নাই থেকে বিহার যাচ্ছিল। হঠাৎ ভোরের দিকে এক চা বিক্রেতার হাঁকডাক, চিৎকারে এক যাত্রীর ঘুম ভেঙে যায়। তিনি খুব রেগে যান স্বাভাবিকভাবেই, কারণ খুব সকালে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় তাঁকে। রাগের মাথায় কী করবেন বুঝতে না পেরে চা বিক্রেতার ওপর চড়াও হন।
advertisement
3/5
*'আপনার কী সত্যিই কোনও কাণ্ডজ্ঞান রয়েছে? এই সময় চা, চা বলে চিৎকার করছেন। আপনি যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন!" ওই যাত্রী চা বিক্রেতাকে ধমক দেন। বিনিময়ে ওই চা বিক্রেতা জানান, তিনি আইআরসিটিসি-র নথিভুক্ত ডিলার। যাত্রী (@prashantrai2011) পুরো বিবরণ দিয়েছেন এবং তার পিএনআর নম্বর দিয়ে তাঁর এক্স অ্যাকাউন্টে অভিযোগ দায়ের করেছেন।
*'আপনার কী সত্যিই কোনও কাণ্ডজ্ঞান রয়েছে? এই সময় চা, চা বলে চিৎকার করছেন। আপনি যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন!" ওই যাত্রী চা বিক্রেতাকে ধমক দেন। বিনিময়ে ওই চা বিক্রেতা জানান, তিনি আইআরসিটিসি-র নথিভুক্ত ডিলার। যাত্রী (@prashantrai2011) পুরো বিবরণ দিয়েছেন এবং তার পিএনআর নম্বর দিয়ে তাঁর এক্স অ্যাকাউন্টে অভিযোগ দায়ের করেছেন।
advertisement
4/5
*এসি কোচে চা বিক্রি রাত তিন'টে থেকে শুরু হল কবে থেকে? যাত্রীরা যখন ঘুমে মগ্ন তখন ভারতীয় রেল কী করে এই ব্যবসা শুরু করেছে? রেল আধিকারিকদের এই ভিডিও দেখা উচিত। তিনি অভিযোগ করেন, ভিডিওটি দেখার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইআরসিটিসি।
*এসি কোচে চা বিক্রি রাত তিন'টে থেকে শুরু হল কবে থেকে? যাত্রীরা যখন ঘুমে মগ্ন তখন ভারতীয় রেল কী করে এই ব্যবসা শুরু করেছে? রেল আধিকারিকদের এই ভিডিও দেখা উচিত। তিনি অভিযোগ করেন, ভিডিওটি দেখার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইআরসিটিসি।
advertisement
5/5
*রেলের তরফে তাঁকে জানানো হয়, "স্যার, আপনার নালিশ রেজিস্টার করা হয়েছে। আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অভিযোগ নম্বর পাঠানো হয়েছে। আপনি এখানে আপনার রিপোর্ট ট্র্যাক করতে পারেন। আইআরসিটিসি-র এক আধিকারিক জানিয়েছেন, ওনার আগে এক কনস্টেবলের কামরায় চা তৈরির অভিযোগে ব্যবস্থা নিয়েছিল রেল।
*রেলের তরফে তাঁকে জানানো হয়, "স্যার, আপনার নালিশ রেজিস্টার করা হয়েছে। আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অভিযোগ নম্বর পাঠানো হয়েছে। আপনি এখানে আপনার রিপোর্ট ট্র্যাক করতে পারেন। আইআরসিটিসি-র এক আধিকারিক জানিয়েছেন, ওনার আগে এক কনস্টেবলের কামরায় চা তৈরির অভিযোগে ব্যবস্থা নিয়েছিল রেল।
advertisement
advertisement
advertisement