Sonam raghuwanshi Raja raghuwanshi Honeymoon Case: 'তুমি আসবে, তাই...' রাজাকে খু*নের পর সোনমের জন্য কী করেন রাজ জানেন! সামনে এল ভয়াবহ সত্য, ৫০০০ টাকা দিয়ে অর্ডার করা হয়েছিল কী!

Last Updated:
Sonam raghuwanshi Raja raghuwanshi Honeymoon Case: তদন্তকারীরা জানিয়েছেন, রাজাকে খুনের পরপরই ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল বিশাল সিং চৌহানের নামে। প্রসঙ্গত, বিশাল এই খুনের ঘটনায় যুক্ত তিন মূল অভিযুক্তদের মধ্যে একজন।
1/11
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশী ইন্দোরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করেছিলেন বলে আগেই জানিয়েছে পুলিশ। এবার সামনে এল, তা আরও ভয়াবহ তথ্য। সূত্রের খবর, লুকিয়ে থাকতে হবে বুঝতে পেরে প্রায় ৫ হাজার টাকার রেশন সামগ্রী অনলাইনে অর্ডার করেছিলেন সোনম।
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশী ইন্দোরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করেছিলেন বলে আগেই জানিয়েছে পুলিশ। এবার সামনে এল, তা আরও ভয়াবহ তথ্য। সূত্রের খবর, লুকিয়ে থাকতে হবে বুঝতে পেরে প্রায় ৫ হাজার টাকার রেশন সামগ্রী অনলাইনে অর্ডার করেছিলেন সোনম।
advertisement
2/11
তদন্তকারীরা জানিয়েছেন, রাজাকে খুনের পরপরই ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল বিশাল সিং চৌহানের নামে। প্রসঙ্গত, বিশাল এই খুনের ঘটনায় যুক্ত তিন মূল অভিযুক্তদের মধ্যে একজন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশালই ধারাল দা দিয়ে রাজাকে প্রথম কোপ মারে চেরাপুঞ্জিতে।
তদন্তকারীরা জানিয়েছেন, রাজাকে খুনের পরপরই ওই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল বিশাল সিং চৌহানের নামে। প্রসঙ্গত, বিশাল এই খুনের ঘটনায় যুক্ত তিন মূল অভিযুক্তদের মধ্যে একজন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশালই ধারাল দা দিয়ে রাজাকে প্রথম কোপ মারে চেরাপুঞ্জিতে।
advertisement
3/11
ইন্দোরের দেবাস নাকা এলাকার ফ্ল্যাটটি ৩০ মে ভাড়া নেওয়া হয়েছিল, অর্থাৎ রাজা জীবিত অবস্থায় শেষবার ২৩ মে দেখা যাওয়ার মাত্র এক সপ্তাহ পর।
ইন্দোরের দেবাস নাকা এলাকার ফ্ল্যাটটি ৩০ মে ভাড়া নেওয়া হয়েছিল, অর্থাৎ রাজা জীবিত অবস্থায় শেষবার ২৩ মে দেখা যাওয়ার মাত্র এক সপ্তাহ পর।
advertisement
4/11
সোনমের প্রেমিক এবং খুনের মূল ষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহা ওই ফ্ল্যাটে সোনামের জন্য ৫ হাজার টাকার রেশন অনলাইনে অর্ডার করেছিলেন, পুলিশ এমনটাই জানতে পেরেছে। পুলিশের ধারণা, এই ফ্ল্যাটটি সোনমের জন্য একটি অস্থায়ী হাইড আউট হতে পারে ভেবে মেঘালয় থেকে পালিয়ে আসার পর ভাড়া নেওয়া হয়েছিল।
সোনমের প্রেমিক এবং খুনের মূল ষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহা ওই ফ্ল্যাটে সোনামের জন্য ৫ হাজার টাকার রেশন অনলাইনে অর্ডার করেছিলেন, পুলিশ এমনটাই জানতে পেরেছে। পুলিশের ধারণা, এই ফ্ল্যাটটি সোনমের জন্য একটি অস্থায়ী হাইড আউট হতে পারে ভেবে মেঘালয় থেকে পালিয়ে আসার পর ভাড়া নেওয়া হয়েছিল।
advertisement
5/11
পুলিশ মেঘালয় থেকে কোন পথে উত্তরপ্রদেশ এসেছিলেন সোনমেরা, তা নিয়ে ধন্দ ছিল। কেন এতদিন ধরে সোনম গা-ঢাকা দিয়েছিলেন, তাও এবার স্পষ্ট হয়ে গেল।
পুলিশ মেঘালয় থেকে কোন পথে উত্তরপ্রদেশ এসেছিলেন সোনমেরা, তা নিয়ে ধন্দ ছিল। কেন এতদিন ধরে সোনম গা-ঢাকা দিয়েছিলেন, তাও এবার স্পষ্ট হয়ে গেল।
advertisement
6/11
সোনম আগে দাবি করেছিলেন, তিনি মেঘালয় থেকে সরাসরি উত্তরপ্রদেশের গাজ়িপুর এসেছেন। অথচ পুলিশ জানতে পেরেছে, গত ২৩ মে স্বামী রাজা খুন হওয়ার পর সোনম সোজা চলে গিয়েছিলেন ইন্দোরে। সেখানে একটি ভাড়াবাড়িতে গিয়েছিলেন তিনি। তার মাঝেই গত ২ জুন মেঘালয়ের এক গভীর খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের খোঁজ মিলছিল না।
সোনম আগে দাবি করেছিলেন, তিনি মেঘালয় থেকে সরাসরি উত্তরপ্রদেশের গাজ়িপুর এসেছেন। অথচ পুলিশ জানতে পেরেছে, গত ২৩ মে স্বামী রাজা খুন হওয়ার পর সোনম সোজা চলে গিয়েছিলেন ইন্দোরে। সেখানে একটি ভাড়াবাড়িতে গিয়েছিলেন তিনি। তার মাঝেই গত ২ জুন মেঘালয়ের এক গভীর খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের খোঁজ মিলছিল না।
advertisement
7/11
অথচ সেই সময় ইন্দোরের ভাড়াবাড়িতেই আত্মগোপন করে ছিলেন সোনম। ফ্ল্যাটটি আগে থেকেই ভাড়া করে রেখেছিলেন তিন ভাড়াটে খুনির একজন। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন বিশাল সিংহ চৌহান, মেঘালয়ে যিনি প্রথম ধারালো ছুরি নিয়ে রাজার উপর চড়াও হন।
অথচ সেই সময় ইন্দোরের ভাড়াবাড়িতেই আত্মগোপন করে ছিলেন সোনম। ফ্ল্যাটটি আগে থেকেই ভাড়া করে রেখেছিলেন তিন ভাড়াটে খুনির একজন। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন বিশাল সিংহ চৌহান, মেঘালয়ে যিনি প্রথম ধারালো ছুরি নিয়ে রাজার উপর চড়াও হন।
advertisement
8/11
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ওই আবাসনটি বিশালের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। গত মাসেই ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি। ৩০ মে-র মধ্যে ফ্ল্যাট ভাড়া নেওয়ার অগ্রিম চুক্তিও সেরে ফেলেন সোনমেরা।
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, ওই আবাসনটি বিশালের বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। গত মাসেই ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি। ৩০ মে-র মধ্যে ফ্ল্যাট ভাড়া নেওয়ার অগ্রিম চুক্তিও সেরে ফেলেন সোনমেরা।
advertisement
9/11
সোনম সেই বাড়ি ভাড়া নিতে গিয়ে দাবি করেছিলেন, তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজ়াইনার। কাজের সুবিধার জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান। শুধু তাই নয়, ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার সময় পুলিশ দিয়ে তথ্য যাচাইও করানো হয়েছিল। অগ্রিম বাবদ ১৬,০০০ টাকাও দেওয়া হয়েছিল বাড়িওয়ালাকে। এমনকি, চলতি মাসে ওই ফ্ল্যাটে প্রেমিকাকে অনলাইনে ৫,০০০ টাকার চাল-ডাল, খাবারও অর্ডার করে দেন সোনমের প্রেমিক রাজ।
সোনম সেই বাড়ি ভাড়া নিতে গিয়ে দাবি করেছিলেন, তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজ়াইনার। কাজের সুবিধার জন্য ওই ফ্ল্যাটটি ভাড়া নিতে চান। শুধু তাই নয়, ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার সময় পুলিশ দিয়ে তথ্য যাচাইও করানো হয়েছিল। অগ্রিম বাবদ ১৬,০০০ টাকাও দেওয়া হয়েছিল বাড়িওয়ালাকে। এমনকি, চলতি মাসে ওই ফ্ল্যাটে প্রেমিকাকে অনলাইনে ৫,০০০ টাকার চাল-ডাল, খাবারও অর্ডার করে দেন সোনমের প্রেমিক রাজ।
advertisement
10/11
বিয়ের পর স্বামীকে নিয়ে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরেই এই বিয়েকে তিনি স্বীকৃতি দেবেন, স্বামী রাজাকে এমনই বলেছিলেন সোনম। সেই অনুযায়ী নবদম্পতি প্রথমে গুয়াহাটি যান। সেখান থেকে সোনম শিলঙে নিয়ে আসেন রাজাকে। মেঘালয়ে রাজাকে খুনের পর সোনমকে বোরখা পরিয়ে একটি ট্যাক্সিতে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে।
বিয়ের পর স্বামীকে নিয়ে অসমের কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পরেই এই বিয়েকে তিনি স্বীকৃতি দেবেন, স্বামী রাজাকে এমনই বলেছিলেন সোনম। সেই অনুযায়ী নবদম্পতি প্রথমে গুয়াহাটি যান। সেখান থেকে সোনম শিলঙে নিয়ে আসেন রাজাকে। মেঘালয়ে রাজাকে খুনের পর সোনমকে বোরখা পরিয়ে একটি ট্যাক্সিতে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে।
advertisement
11/11
সেখান থেকে বাসে করে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে পটনা হয়ে বাসে আরা। আরা থেকে ট্রেনে লখনউ। সব শেষে, সেখান থেকে বাসে চেপে ইন্দোরে পৌঁছন সোনম। তার পর বেগতিক বুঝে ৭ জুন পালিয়ে গাজ়িপুর পৌঁছোন। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
সেখান থেকে বাসে করে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে পটনা হয়ে বাসে আরা। আরা থেকে ট্রেনে লখনউ। সব শেষে, সেখান থেকে বাসে চেপে ইন্দোরে পৌঁছন সোনম। তার পর বেগতিক বুঝে ৭ জুন পালিয়ে গাজ়িপুর পৌঁছোন। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি।
advertisement
advertisement
advertisement