এই মাসের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে কি সিকিমে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ? তাহলে আর ভাববেন না ৷ চটপট প্ল্যান বানিয়ে বেরিয়ে পড়ুন ৷ পুরু বরফে ঢেকে গিয়েছে উত্তর সিকিম ৷ কনকনে ঠাণ্ডায় জেরবার স্থানীয় বাসিন্দারা ৷ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে একটু গরম হওয়ার চেষ্টা ৷ কিন্তু অনবরত তুষারপাত আর প্রবল হাওয়ায় গরম হওয়ার জো নেই ৷ এটিই মরসুমের প্রথম তুষারপাত ৷ এখন যারা রয়েছেন সিকিমে ৷ সেই সমস্ত পর্যটকেরা আপাতত বেজায় খুশি ৷ নাথুলা, ছাঙ্গুলেক, শেরথাং-এ চলছে তুষারপাত ৷ বেজায় খুশি পর্যটকরা ৷ সাদা চাদরে মুড়ে গিয়েছে গোটা উত্তর সিকিম ৷ তাই আর ভাবনাচিন্তা না করে চটপট বেরিয়ে পড়ুন ৷