২৪০টি ল্যাপটপ থেকে আবাস যোজনার ঘরের চাবি বিতরণ, অমেঠিতে কল্পতরু সাংসদ স্মৃতি ইরানি

Last Updated:
1/6
অমেঠিতে গিয়েই একেবারে কল্পতরু ভূমিকায় সাংসদ স্মৃতি ইরানি৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে রাহুল গান্ধিকে উৎখাত করে তিনিই এখন অমেঠির মুখ৷ শনিবার তিনি অনেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওয়াতাভুক্ত বাড়ির চাবি৷ Photo Collected
অমেঠিতে গিয়েই একেবারে কল্পতরু ভূমিকায় সাংসদ স্মৃতি ইরানি৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি থেকে রাহুল গান্ধিকে উৎখাত করে তিনিই এখন অমেঠির মুখ৷ শনিবার তিনি অনেকের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওয়াতাভুক্ত বাড়ির চাবি৷ Photo Collected
advertisement
2/6
রবিবার প্রায় ২৪০ টি ল্যাপটপ তুলে দেন পড়ুয়াদের হাতে৷ দু’দিনের অমেঠি সফরে সাংসদের হাত থেকে এভাবেই অনেক কিছু মিলল অমেঠিবাসীর৷ Photo Collected
রবিবার প্রায় ২৪০ টি ল্যাপটপ তুলে দেন পড়ুয়াদের হাতে৷ দু’দিনের অমেঠি সফরে সাংসদের হাত থেকে এভাবেই অনেক কিছু মিলল অমেঠিবাসীর৷ Photo Collected
advertisement
3/6
শুধু সাধারণের মধ্যে জিনিস বিতরণই নয়, সাধারণের সঙ্গে মিশে গেলেন এই সাংসদ৷ Photo Collected
শুধু সাধারণের মধ্যে জিনিস বিতরণই নয়, সাধারণের সঙ্গে মিশে গেলেন এই সাংসদ৷ Photo Collected
advertisement
4/6
গৌড়িগঞ্জে এক অন্নপ্রাসনের নিমন্ত্রণে উপস্থিত হন তিনি৷ সেখানে গিয়ে অন্য গর্ভবতী মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুই সন্তানের মা স্মৃতি৷ এমনকি অনেক ছোট শিশুকে খাইয়ে দিতেও দেখা যায় স্মৃতিকে৷ Photo Collected
গৌড়িগঞ্জে এক অন্নপ্রাসনের নিমন্ত্রণে উপস্থিত হন তিনি৷ সেখানে গিয়ে অন্য গর্ভবতী মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুই সন্তানের মা স্মৃতি৷ এমনকি অনেক ছোট শিশুকে খাইয়ে দিতেও দেখা যায় স্মৃতিকে৷ Photo Collected
advertisement
5/6
সেখানে তিনি ঘোষণা করেন যে কিছুদিনের মধ্যেই তিনি পাকাপাকিভাবে অমেঠির বাসিন্দা হবেন৷ সেখানেই বাড়ির তৈরি ভাবনা রয়েছে স্মৃতির৷ Photo Collected
সেখানে তিনি ঘোষণা করেন যে কিছুদিনের মধ্যেই তিনি পাকাপাকিভাবে অমেঠির বাসিন্দা হবেন৷ সেখানেই বাড়ির তৈরি ভাবনা রয়েছে স্মৃতির৷ Photo Collected
advertisement
6/6
এরমাঝেই নিজের কনভয়ের অ্যাম্বুলেন্স করে এক আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে পাঠান তিনি৷ Photo Collected
এরমাঝেই নিজের কনভয়ের অ্যাম্বুলেন্স করে এক আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে পাঠান তিনি৷ Photo Collected
advertisement
advertisement
advertisement