২৪ ঘণ্টা মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে অমেঠিতে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত স্মৃতি ইরানির

Last Updated:
1/5
লোকসভা নির্বাচনে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধিকে পরাস্ত করে অমেঠির সাংসদ নির্বাচিত হয়েছেন স্মৃতি ইরানি। নয়া মোদি সরকারে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অমেঠি সাংসদ । গতকাল অমেঠি এক চমকপ্রদ ঘোষণা করেছেন স্মৃতি ইরানি ।
লোকসভা নির্বাচনে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধিকে পরাস্ত করে অমেঠির সাংসদ নির্বাচিত হয়েছেন স্মৃতি ইরানি। নয়া মোদি সরকারে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন অমেঠি সাংসদ । গতকাল অমেঠি এক চমকপ্রদ ঘোষণা করেছেন স্মৃতি ইরানি ।
advertisement
2/5
ইরানি জানিয়েছেন এই অমেঠিতেই নিজের বাড়ি তৈরি করবেন তিনি । এর জন্য গৌরিগঞ্জে এক প্লটও পছন্দ করে ফেলেছেন তিনি ।
ইরানি জানিয়েছেন এই অমেঠিতেই নিজের বাড়ি তৈরি করবেন তিনি । এর জন্য গৌরিগঞ্জে এক প্লটও পছন্দ করে ফেলেছেন তিনি ।
advertisement
3/5
গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন ইরানি । রাজনৈতিক মহলের মতে গত ১৫ বছরেও রাহুল যা করেন নি তা করতে চলেছেন ইরানি। ইরানি জানিয়েছেন অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষের জন্য সর্বদা উপস্থিত  থাকবেন তিনি ।
গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন ইরানি । রাজনৈতিক মহলের মতে গত ১৫ বছরেও রাহুল যা করেন নি তা করতে চলেছেন ইরানি। ইরানি জানিয়েছেন অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষের জন্য সর্বদা উপস্থিত থাকবেন তিনি ।
advertisement
4/5
'কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না', জানিয়েছেন অমেঠি সাংসদ ।
'কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না', জানিয়েছেন অমেঠি সাংসদ ।
advertisement
5/5
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তবে অমেঠিতে কোনওদিনই স্থায়ী বাসস্থান ছিল না রাহুল বা সোনিয়ার।
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত অমেঠির সাংসদ ছিলেন রাহুল। তবে অমেঠিতে কোনওদিনই স্থায়ী বাসস্থান ছিল না রাহুল বা সোনিয়ার।
advertisement
advertisement
advertisement