SIR Case in Supreme Court: 'আপনারা এটা করতে পারেন না, আধারকে যুক্ত করুন!' SIR নিয়ে কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের! নির্বাচন কমিশনকে কী নির্দেশ জানেন? আপাতত কি স্বস্তি!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SIR Case in Supreme Court: আগামীকাল কোর্টের তরফে জানানো হবে কবে বিস্তারিত শুনানি করা হবে। তবে, ড্রাফট লিস্ট প্রকাশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মারাত্মক অভিযোগ উঠেছে। একজন মাত্র ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের দায়িত্বে তিন লক্ষ ভোটার। তাঁদের থেকে তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণ করতে হবে। আর এটা করতে হবে একমাসের মধ্যেই। বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় ভোটারদের কাছে না গিয়ে, তাদের সঙ্গে দেখা না করেই অসংখ্য ফর্ম আপলোড করা হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এই রিভিশন প্রক্রিয়া নিয়ে রিট পিটিশন আগেই করেছে সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের জমা দেওয়া জবারের বিরুদ্ধে রিজয়েন্ডার পেশ করেছে এডিআর। তারা জানিয়েছে, বিহারে নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে ভোটারদের সঙ্গে ‘গুরুতর জালিয়াতি’ হয়েছে। তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে শীর্ষ আদালতের অতীতের রায়কেও অগ্রাহ্য করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া বক্তব্যে তারা জানিয়েছে, বহু মৃত ভোটারের ফর্ম ও স্বাক্ষর সহ আপলোড করে দেওয়া হয়েছে। আর সেই কারণে যে আশঙ্কা বারংবার করা হয়েছে, সেটাই হচ্ছে। অর্থাৎ, এই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। আরও বলা হয়েছে, আধার কার্ড কেন একটি বৈধ নাগরিকত্বের নথি হিসেবে গ্রহণ করা হবে না, তার যথার্থ কারণ দেখাতে ব্যর্থ হয়েছে কমিশন।
advertisement