আবার তিন দিনের জন্য বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমে ধস আতঙ্কে ভয়ে কাঁটা পর্যটকরা, সতর্ক প্রশাসন
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim Landslide Update: টানা বৃষ্টিতে ধস নামায় তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায় রাস্তার উপর পাথর ও মাটি জমে যায়। যান চলাচলে বিপদের আশঙ্কায় প্রশাসন এনএইচ-১০, এর সেবক (কিমি ০.০০) থেকে চিত্রে (কিমি ৩০.০০) পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আবার তিন দিনের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-রংপো জাতীয় সড়ক (এনএইচ-১০)। টানা বৃষ্টিতে ধস নামায় তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায় রাস্তার উপর পাথর ও মাটি জমে যায়। যান চলাচলে বিপদের আশঙ্কায় প্রশাসন এনএইচ-১০, এর সেবক (কিমি ০.০০) থেকে চিত্রে (কিমি ৩০.০০) পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement