Sikkim Bailey Bridge: উত্তর সিকিম যেতে আর কোনও বাধা নেই, চুংথামে ২০০ ফুটের বেইলি ব্রিজ গড়ল সেনা

Last Updated:
Sikkim Bailey Bridge: ২০০ ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে, অন্যদিকে খুশি সেখানকার বাসিন্দারাও।
1/5
সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানে বিচ্ছিন্ন হয়েছে উত্তর সিকিমের সঙ্গে ৷ এ বার সেখানে অন্যতম লম্বা বেইলি ব্রিজ বানিয়ে উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করল ভারতীয় সেনা। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
সিকিমে বাঁধ ভেঙে হড়পা বানে বিচ্ছিন্ন হয়েছে উত্তর সিকিমের সঙ্গে ৷ এ বার সেখানে অন্যতম লম্বা বেইলি ব্রিজ বানিয়ে উত্তর সিকিমের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করল ভারতীয় সেনা। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
advertisement
2/5
উত্তর সিকিমের চুংথাংয়ের অংশ থেকে সিকিম কার্যত আলাদা হয়ে গিয়েছিল। সেখানেই বেইলি ব্রিজ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। এদিন সেই বেইলি ব্রিজের সূচনা হয় ৷ এরপর সেখান দিয়ে ফের যান চলাচল শুরু হয়। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
উত্তর সিকিমের চুংথাংয়ের অংশ থেকে সিকিম কার্যত আলাদা হয়ে গিয়েছিল। সেখানেই বেইলি ব্রিজ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। এদিন সেই বেইলি ব্রিজের সূচনা হয় ৷ এরপর সেখান দিয়ে ফের যান চলাচল শুরু হয়। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
advertisement
3/5
চুংথাংয়ের তৃতীয় বেইলি ব্রিজটি সিঙ্গল স্প্যানের সব থেকে লম্বা বেইলি ব্রিজ। ২০০ ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে, অন্যদিকে খুশি সেখানকার বাসিন্দারাও। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
চুংথাংয়ের তৃতীয় বেইলি ব্রিজটি সিঙ্গল স্প্যানের সব থেকে লম্বা বেইলি ব্রিজ। ২০০ ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি হওয়ার ফলে একদিকে যেমন স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে, অন্যদিকে খুশি সেখানকার বাসিন্দারাও। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
advertisement
4/5
ব্রিজটির সূচনা করেন সিকিমের সেতু, সড়ক ও পরিবহণ মন্ত্রী সেন্দুপ লেপচা । পাশাপাশি উপস্থিত ছিলেন বিআরও ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
ব্রিজটির সূচনা করেন সিকিমের সেতু, সড়ক ও পরিবহণ মন্ত্রী সেন্দুপ লেপচা । পাশাপাশি উপস্থিত ছিলেন বিআরও ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
advertisement
5/5
জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন এটা হল ভারতের দীর্ঘতম সিঙ্গেল স্প্যান বেইলি ব্রিজ। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
জনসংযোগ আধিকারিক লেফটেনান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন এটা হল ভারতের দীর্ঘতম সিঙ্গেল স্প্যান বেইলি ব্রিজ। (ছবি ও তথ্য: অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement