Relationship News:"বিনোদ 'তোমার দ্বারা' হল না...", এই বলেই ঘর ছাড়াল বউ! তোলপাড় এলাকায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্ত্রী তাঁর স্বামীকে স্পষ্ট বলেন যে আমি সুন্দরী, তুমি সুদর্শন নও। আমি তোমার সঙ্গে থাকতে চাই না। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হত। তারপর একদিন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যান।
মধ্যপ্রদেশের ছত্রপুরের এক ঘটনা শোরগোল ফেলে দিয়েছে৷ এক জৈনক স্ত্রী তাঁর স্বামীকে ছেড়ে গিয়েছেন। কিন্তু কেন ছেড়ে গেলেন তিনি? মহিলার সাফ কথা, স্বামী হ্যান্ডসাম নন! স্ত্রী তাঁর স্বামীকে স্পষ্ট বলেন যে আমি সুন্দরী, তুমি সুদর্শন নও। আমি তোমার সঙ্গে থাকতে চাই না। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া হত। তারপর একদিন স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যান।
advertisement
advertisement
ছত্তরপুরের ওরছা রোড থানা এলাকার ভগবন্তপুরা গ্রামের বাসিন্দা বিনোদ আহিরওয়ার এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট অফিসে অভিযোগ দায়ের করেছেন। বিনোদ জানিয়েছেন যে ২০২৩ সালের জুন মাসে গোমতী আহিরওয়ারের সঙ্গে তার বিয়ে হয়। সেই সময় তার স্ত্রী দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিনোদ তখন কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি তার স্ত্রী গোমতীকে আরও শিক্ষিত করে তোলেন। তাকে সক্ষম করে তোলেন। তারপর হঠাৎ তার স্ত্রী অদ্ভুত আচরণ শুরু করেন। (Representative Image: Courtesy-Meta AI)
advertisement
advertisement
স্বামী বিনোদের অভিযোগ, শিক্ষিত হওয়ার পর তার স্ত্রী তার সঙ্গে থাকতে চাননি। বিনোদের মতে, তাঁর স্ত্রী গোমতী বলেন যে তুমি সুন্দরী নও। আমি নিজে খুব সুন্দরী। এই কারণে, সে এখন তার শ্বশুরবাড়িতে আসছে না। শুধু তাই নয়, স্বামী বলেছেন যে তাঁর স্ত্রী তাঁকে খুনের হুমকিও দিচ্ছেন। বর্তমানে, ভুক্তভোগী স্বামী এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।(Representative Image: Courtesy-Meta AI)