Shashi Tharoor News : সাফল্য এনে দিল শশী থারুরের কূটনীতি, ৪৮ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের প্রতি ‘ভালবাসা’ ভুলতে বাধ্য হল এই দেশ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shashi Tharoor News : আসলে এর আগে পাকিস্তানে সম্পদের ক্ষতি এবং জীবনহানির বিষয়ে সহানুভূতি প্রকাশ করেছিল কলম্বিয়া। এখন তারা তাদের সেই বিবৃতি প্রত্যাহার করেছে।
advertisement
সম্প্রতি দক্ষিণ আমেরিকা সফরে সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে তিনি কলম্বিয়া সরকারের আচরণে এবং প্রতিক্রিয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বোগোটায় এক সাংবাদিক সম্মেলনে শশী থারুর বলেন যে, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে যারা হতাহত হয়েছে, তাদের প্রতি শোক প্রকাশ করেছিল কলম্বিয়া সরকার। অথচ পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহতদের প্রতি কোনও রকম সহানুভূতি প্রকাশ করেনি তারা। কলম্বিয়ার এই আচরণে যারপরনাই ক্ষুদ্ধ হয়েছে ভারত।
advertisement
থারুরের বক্তব্য, ‘‘কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়া দেখে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। কারণ ভারতের হামলার পর পাকিস্তানে যাদের প্রাণ গিয়েছে, তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে কলম্বিয়া সরকারের তরফে। কিন্তু তারা জঙ্গিহানায় নিহতদের জন্য কোনও রকম শোক প্রকাশ করেনি। আমরা আমাদের কলম্বিয়ান বন্ধুদের বলতে চাই যে, যারা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে এবং যারা এর বিরুদ্ধে লড়াই করছে, তাদের মধ্যে কোনও রকম তুলনা হতেই পারে না। তবে যারা হামলা চালায় এবং যারা তাদের আড়াল করে, তাদের মধ্যে ফারাক না-ও থাকতে পারে। এই বিষয়ে যদি কোনও রকম ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে তা দূর করার জন্য আমরা এখানে আছি।”
advertisement
কলম্বিয়া কী বলছে? শুক্রবার বোগোটায় কলম্বিয়ার উপ-বিদেশমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও-র সঙ্গে দেখা করে ভারতীয় প্রতিনিধি দল। সেই সময় সংবাদ সংস্থা এএনআই-এর কাছে তিনি বলেন যে, এই বিষয়ে এবার তাঁর কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। আর এই বিষয়ে আলাপ-আলোচনা চালিয়ে যেতে তিনি আত্মবিশ্বাসী। আবার ওই বৈঠকের পরে শশী থারুর বলেন, কলম্বিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্তরিকতার সঙ্গে স্বীকার করে নিয়েছেন যে, ভারত যে বিবৃতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল, তা এখন প্রত্যাহার করা হয়েছে এবং কলম্বিয়া এখন ভারতের অবস্থান খুব ভাল ভাবে বুঝতে পারছে। (Photo: PTI)
advertisement
শশী থারুরের অসন্তোষ প্রকাশ: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শশী থারুর লিখেছেন যে, “কলম্বিয়ার উপ-বিদেশমন্ত্রী রোসা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিষয় নিয়ে কর্মরত তাঁর সিনিয়র আধিকারিকদের সঙ্গে সুন্দর একটা বৈঠক করে আজকের দিনটা শুরু হল। বর্তমান ঘটনার উপর ভারতের দৃষ্টিভঙ্গি আমি ভাগ করে নিয়েছি। সেই সঙ্গে গত ৮ মে পাকিস্তানের জন্য গভীর শোক প্রকাশ করে কলম্বিয়ার যে বিবৃতি এসেছিল, সেই সম্পর্কে হতাশাও প্রকাশ করেছি। তবে মন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, ওই বিবৃতি প্রত্যাহার করা হয়েছে। আর আমাদের অবস্থানও সম্পূর্ণ ভাবে বোঝা গিয়েছে এবং তা সমর্থনও করা হচ্ছে।”
advertisement
প্রসঙ্গত, শশী থারুরের নেতৃত্বে এই সর্বদলীয় প্রতিনিধি দল আমেরিকা মহাদেশ সফরে রয়েছে। পানামা এবং গায়ানা সফরের পরে এই প্রতিনিধি দলটি বৃহস্পতিবার কলম্বিয়ায় পৌঁছেছে। বিশ্ব ফোরামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের স্বচ্ছ নীতি তুলে ধরাই এই সফরের লক্ষ্য। কলম্বিয়া সফরের শেষে এই প্রতিনিধি দলটি ব্রাজিলে যাওয়ার জন্য রওনা হয়েছে। তারপর শনিবার তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছে।