Indian Railway: চলছে সংস্কারের কাজ, বাতিল অসংখ্য ট্রেন, কোনওটা চলছে ভিন্ন রুটে, দেখুন তালিকা

Last Updated:
Indian Railway: অসংখ্য ট্রেন বাতিল থাকতে চলেছে৷ কোনওটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
1/5
রেলপথের উন্নতি, আরও বেশি সংখ্যায় ট্রেন চালানো, দ্রুত যাত্রাপথ অতিক্রম করা, এমনই নানারকম কারণে ভারতীয় রেলে চলছে সংস্কারের কাজ৷ আর সেই কারণেই কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকতে চলেছে৷ কোনওটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ (প্রতীকী ছবি)
রেলপথের উন্নতি, আরও বেশি সংখ্যায় ট্রেন চালানো, দ্রুত যাত্রাপথ অতিক্রম করা, এমনই নানারকম কারণে ভারতীয় রেলে চলছে সংস্কারের কাজ৷ আর সেই কারণেই কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকতে চলেছে৷ কোনওটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
সমস্তিপুর ডিভিশনের বাপুধাম মোতিহারি স্টেশনে সংস্কারের কাজ চলছে৷ এর ফলে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, একবার তার তালিকা দেখে নিতে পারেন৷ ট্রেন নম্বর ১৫২৬৯ জন সাধারণ এক্সপ্রেস নির্দিষ্ট কয়েকটি দিনে বাতিল করা হয়েছে৷ এই দিনগুলি হল ডিসেম্বরের ১৪ ও ২১ এবং ২০২৪ সালের জানুয়ারি মাসের ৪ ও ১১ তারিখ৷ (প্রতীকী ছবি)
সমস্তিপুর ডিভিশনের বাপুধাম মোতিহারি স্টেশনে সংস্কারের কাজ চলছে৷ এর ফলে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, একবার তার তালিকা দেখে নিতে পারেন৷ ট্রেন নম্বর ১৫২৬৯ জন সাধারণ এক্সপ্রেস নির্দিষ্ট কয়েকটি দিনে বাতিল করা হয়েছে৷ এই দিনগুলি হল ডিসেম্বরের ১৪ ও ২১ এবং ২০২৪ সালের জানুয়ারি মাসের ৪ ও ১১ তারিখ৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
মুজফ্ফরপুর জনসাধারণ এক্সপ্রেস বাতিল রয়েছে ডিসেম্বরের ১৬,২৩,৩০ তারিখে ও জানুয়ারির ৬ ও ১৩ তারিখে৷ বাতিল রয়েছে ১৫০৪৬ গোরক্ষপুর এক্সপ্রেস৷ তারিখগুলি হল ডিসেম্বরের ১৭,২৪ ও ৩১ তারিখ ও জানুয়ারির ৭ ও ১৪ তারিখ৷ (প্রতীকী ছবি)
মুজফ্ফরপুর জনসাধারণ এক্সপ্রেস বাতিল রয়েছে ডিসেম্বরের ১৬,২৩,৩০ তারিখে ও জানুয়ারির ৬ ও ১৩ তারিখে৷ বাতিল রয়েছে ১৫০৪৬ গোরক্ষপুর এক্সপ্রেস৷ তারিখগুলি হল ডিসেম্বরের ১৭,২৪ ও ৩১ তারিখ ও জানুয়ারির ৭ ও ১৪ তারিখ৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
১৫০৪৫ ওখা এক্সপ্রেস, গোরক্ষপুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১৪,২১ ও ২৮ তারিখ এবং জানুয়ারির ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে৷ এ ছাড়া ১৯৬১৫ কবিগুরু এক্সপ্রেস উদয়পুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১১,১৮ ও ২৫ তারিখে চলবে না এবং জানুয়ারির ১ ও ৮ তারিখে চলবে না৷ (প্রতীকী ছবি)
১৫০৪৫ ওখা এক্সপ্রেস, গোরক্ষপুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১৪,২১ ও ২৮ তারিখ এবং জানুয়ারির ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে৷ এ ছাড়া ১৯৬১৫ কবিগুরু এক্সপ্রেস উদয়পুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১১,১৮ ও ২৫ তারিখে চলবে না এবং জানুয়ারির ১ ও ৮ তারিখে চলবে না৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
এ ছাড়া ২২৯২২ বান্দ্রা টার্মিনাস অন্ত্যোদয় এক্সপ্রেস, বাতিল করা হয়েছে ১২,১৯, ২৬ ডিসেম্বর ও জানুয়ারির ৯ ও ১৬ তারিখে৷ এ ছাড়া বারাউনি অবধ এক্সপ্রেস, অবধ এক্সপ্রেস ও বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে৷ তবে সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে,তাঁরা যেন ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত ট্রেনের বর্তমান স্টেটাস দেখেই গ্রণ করেন৷ আইআরসিটিসির ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে৷ (প্রতীকী ছবি)
এ ছাড়া ২২৯২২ বান্দ্রা টার্মিনাস অন্ত্যোদয় এক্সপ্রেস, বাতিল করা হয়েছে ১২,১৯, ২৬ ডিসেম্বর ও জানুয়ারির ৯ ও ১৬ তারিখে৷ এ ছাড়া বারাউনি অবধ এক্সপ্রেস, অবধ এক্সপ্রেস ও বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে৷ তবে সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে,তাঁরা যেন ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত ট্রেনের বর্তমান স্টেটাস দেখেই গ্রণ করেন৷ আইআরসিটিসির ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে৷ (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement